হোম জাতীয় ইরাকে গুলিতে বাংলাদেশি নিহত

জাতীয় ডেস্ক :

ইরাকের বাগদাদে দুর্বৃত্তদের গুলিতে মো. নিরভ (২৪) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত নিরভের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়।

বাংলাদেশ সময় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত নিরভ হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের নলেরচর থানারহাট এলাকার জামাল হোসেনের ছেলে। তিন ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট তিনি।

নিহতের স্বজন মো. ইলিয়াছ বলেন, চার বছর আগে কাজের সন্ধানে ইরাকে যায় নিরভ। পরে বাগদাদ শহরে একটি প্রতিষ্ঠানের অধিনে শ্রমিকের কাজ নেন তিনি। মঙ্গলবার রাতে ওই প্রতিষ্ঠানের ছয় শ্রমিকসহ বাগদাদের আবদুল কাদের জিলানী (রাঃ) কবর জিয়ারত করতে যান নিরভ। কবর জিয়ারত করে রাত ৮টার দিকে কর্মস্থলে ফেরার পথে কয়েকজন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় নিরভ।

তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে বিয়ের কথাবার্তা হওয়ায় এক বছর পর দেশে আসার কথা ছিল তার। ইরাকে থাকা এলাকার লোকজনের মাধ্যমে নিরভের লাশ দেশে আনার চেষ্টা করা হচ্ছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে নিরভের লাশ দেশে আনার বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন