আন্তর্জাতিক ডেস্ক :
ভারতের পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নবজ্যোত সিং সিধু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘বড় ভাই’ বলে অভিহিত করায় ভারতের রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সমালোচনার মুখে পড়েছে কংগ্রেসও।
শনিবার (২০ নভেম্বর) পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নবজ্যোত সিং সিধু পাকিস্তানে শিখদের পবিত্র তীর্থস্থান করতারপুর সাহিবে পৌঁছান। এ সময়ে তিনি গুরুদোয়ারায় পৌঁছে প্রার্থনাও করেন। করতারপুরে পৌঁছলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পাঠানো কর্মকর্তারা সিধুকে স্বাগত জানান। সংবর্ধনা চলার সময় সিধু পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ‘বড় ভাইয়ের মতো’ বলে উল্লেখ করেন।
এদিকে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। ভিডিওতে দেখা যায়, নবজ্যোত সিং সিধু করতারপুর করিডরে ভারতীয় সীমান্ত পেরিয়ে পাকিস্তানি সীমান্তে প্রবেশ করেন। এ সময় সেখানে দাঁড়িয়ে থাকা পাকিস্তানি রেঞ্জার্সের জওয়ানরা তাকে স্বাগত জানায়। এরপর করতারপুর সাহেবের ‘সিইও’ মুহাম্মাদ লতিফও তার সঙ্গে দেখা করতে পৌঁছান।
নবজ্যোত সিং সিধুর সাথে সাক্ষাতের সময়ে, মুহাম্মাদ লতিফ বলেন, আমি আপনাকে প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এ বিষয়ে নভজ্যোত সিং সিধু বলেন, আমি খুবই কৃতজ্ঞ। ইমরান খান আমার বড় ভাই। অনেক ভালোবাসা দিয়েছেন। এসময় পাকিস্তানের সেনারা নবজ্যোত সিং সিধু এবং তার সাথে থাকা সমস্ত কংগ্রেস নেতা ও মন্ত্রীদের গলায় ফুলের মালা দিয়ে স্বাগত জানান।
বিজেপি’র জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেছেন, কংগ্রেসের অভিজ্ঞ নেতা এবং পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নবজ্যোত সিং সিধু পাকিস্তানে যেয়ে ইমরান খানকে মহিমান্বিত করবেন না, পাকিস্তানের প্রশংসা করবেন না, এটি হতে পারে না।
বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র আরও বলেন, এটা কংগ্রেস দলের এক ধরণের পদ্ধতি। সালমান খুরশিদ, মণিশঙ্কর আইয়ার, রশিদ আলভি এবং সর্বোপরি রাহুল গান্ধি, তারা সবাই হিন্দু ও হিন্দুত্বকে গালি দেয়। অন্যদিকে, পাকিস্তানের স্বার্থে বিবৃতি দিচ্ছেন সিধু। এটা কোন কাকতালীয় ঘটনা নয়।
