ইবি সংবাদদাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) রোভার স্কাউট গ্রুপের নতুন সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
সোমবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি জানানো হয়।
অফিস আদেশ সূত্রে, রোভার স্কাউট গ্রুপের সম্পাদক হিসেবে নিয়োগপ্রাপ্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল আমিন কে এম সালেহ-কে ১২ জানুয়ারি ২০২৫ তারিখ হতে অব্যাহতি দিয়ে তদস্থলে আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলামকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত রোভার স্কাউটের সম্পাদক হিসেবে নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।
নতুন নিয়োগপ্রাপ্ত সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, ভিসি স্যার আমাকে উপযুক্ত মনে করে এই দায়িত্ব প্রদান করেছেন। এ কারণে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি যেন আমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি – এ ব্যাপারে সবার সার্বিক সহযোগিতা এবং দোয়া কামনা করছি। দায়িত্বের মাধ্যমে যেন রোভার স্কাউটের লক্ষ্য এবং উদ্দেশ্য বজায় রাখতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি।