হোম অন্যান্যশিক্ষা ইবিতে শহীদদের স্মরণে ‘শহীদী মার্চ’

ইবিতে শহীদদের স্মরণে ‘শহীদী মার্চ’

কর্তৃক Editor
০ মন্তব্য 28 ভিউজ

ইবি প্রতিনিধি:

ছাত্র-জনতার গনঅভ্যুত্থানের এক মাস পূর্ণ হওয়ায় শহীদদের স্মরণে ‘শহীদী মার্চ’ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটায় ক্যাম্পাসের বটতলা থেকে মিছিল শুরু করেন তারা।

মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটক হয়ে ক্যাম্পাস সংলগ্ন শেখপাড়া বাজার ঘুরে ‘মুক্ত বাংলা’ ভাস্কর্যে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে শিক্ষার্থীদের ‘আজকের এই দিনে, সাঈদ তোমার মনে পড়ে’, ‘আজকের এই দিনে, মুগ্ধ তোমায় মনে পড়ে’, ‘আমার ভাইরের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই’ ও ‘শহীদদের রক্ত, বৃথা যেতে দিবো না’ সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। এসময় কর্মসূচিতে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

মিছিল পরবর্তী সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গতমাসের এই দিনে আমরা প্রচন্ড উৎকন্ঠার মধ্যে ছিলাম। সবার মাঝে একটা আতঙ্ক কাজ করছিলো। কিন্তু আমরা সবাই স্বৈরাচারের ভয় কাটিয়ে রাজপথে নেমেছিলাম। অবশেষে সকলের ঐক্যবদ্ধ আন্দোলনে স্বৈরাচারের পতন ঘটাতে পেরেছি। এখন বিভাজিত না হয়ে এক প্লাটফর্মে এসে নতুন বাংলাদেশকে সবাই মিলে সংস্কার করতে হবে।

তারা আরও বলেন, চব্বিশের আন্দোলনে যে সকল ছাত্র-জনতা জীবন বিলিয়ে দিয়ে সংগ্রামকে বাঁচিয়ে রেখেছিলেন, তাদের ত্যাগের মূল্য কোনোভাবেই দেওয়া সম্ভব না। তারা আমাদের উপর দাবি করে বসে আছে, যেন তাদের হত্যাকারীদের বিচার হয়। আমরা বর্তমান সরকারের কাছে দাবি করি তারা যেন এই হত্যার সাথে জড়িতদের দেশে এনে ফাঁসির ব্যবস্থা করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন