হোম অন্যান্যসারাদেশ ইবিতে নিয়োগ দুর্নীতির তদন্ত কাজে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ

ইবিতে নিয়োগ দুর্নীতির তদন্ত কাজে তথ্য চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ

কর্তৃক Editor
০ মন্তব্য 13 ভিউজ
ইবি সংবাদদাতা:
বিগত আওয়ামী সরকারের শাসনামলে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগের দুর্নীতি তদন্তে তথ্য প্রমাণাদি সংগ্রহে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তদন্ত কমিটি। মঙ্গলবার (১৮ মার্চ) তদন্ত কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ফারুকুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, অফিস ও দপ্তরগুলোতে প্রেরণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে কমিটিকে তদন্ত কাজে সহায়তার জন্য সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের নিকট নিয়োগে অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতি পৃষ্ঠপোষকতা বিষয়ে কোন কাগজপত্র, দলিল বা অন্য কোন প্রমাণাদি থাকলে তা আগামী ২৪ কর্মদিবসের মধ্যে তদন্ত কমিটির আহ্বায়কের দপ্তরে প্রেরণের জন্য অনুরোধ করা হয়েছে। লিখিতভাবে, ডাকযোগে অথবা ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে তথ্য প্রদান করা যাবে। চাইলে উক্ত প্রয়োজনে মৌখিকভাবে বা টেলিফোনযোগেও তথ্য দিতে পারবে। এক্ষেত্রে তথ্য প্রদানকারীর গোপনীয়তা রক্ষা করবে তদন্ত কমিটি।
এর আগে গত রোববার (১৬ মার্চ) এই তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উক্ত কমিটি ২০০৯ সালের ৯ মার্চ থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ সংক্রান্ত অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুর্নীতির পৃষ্টপোষকতাকারীদের চিহ্নিতকরণ ও এ সংক্রান্ত তথ্য অনুসন্ধান করবে। কমিটিকে ৯০ কার্যদিবসের মধ্যে উপাচার্যের নিকট তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন