হোম অন্যান্য ইবিতে ক্যাপের বরণ-বিদায় অনুষ্ঠিত 

ইবিতে ক্যাপের বরণ-বিদায় অনুষ্ঠিত 

কর্তৃক Editor
০ মন্তব্য 96 ভিউজ
ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যান্সার সচেতনতামূলক সংগঠন ‘ক্যান্সার অ্যাওরনেস প্রোগ্রাম ফর উইমেন’ (ক্যাপ) এর নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিচার্স (আইআইইআর) ভবনে এটি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি শহীদ উল্লাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন। এসময় ক্যাপ কুষ্টিয়া জোনের সাবেক সভাপতি রাবেয়া খাতুন ও ফারুক আহাম্মেদ, সাধারণ সম্পাদক মিন্টু হাসান, কোষাধ্যক্ষ আকিবুল হোসেন, আইটি সেক্রেটারি শোভন মাহমুদ নাহিদ ও অফিস সহকারী শামীম হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অর্ধ শতাধিক নবীন সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ীদের সদস্যদের সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। পরে সংগঠনের সাবেক ও বর্তমান সদস্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
তাহরিম করিম ও শেয়া আক্তারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন বলেন, মানুষ মৃত্যুর পরও তার কর্মের মাধ্যমে বেঁচে থাকে। পৃথিবীতে ভালো কাজ করলে আমাদের শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে এবং খারাপ কাজ করলে ঘৃণার সাথে স্মরণ রাখবে। যেমনটি মানুষ সিরাজুদ্দৌলাকে শ্রদ্ধার সাথে এবং মীর জাফরকে ঘৃণার সাথে স্মরণ করে।
বর্তমানে মেয়েদের জরায়ু ও ব্রেস্ট ক্যান্সারের কথা লজ্জার ভয়ে অনেকে প্রকাশ করতে চায় না। অথচ একটু সচেতন হয়ে চিকিৎসার মাধ্যমে নিরাময় করা সম্ভব। ক্যাপ এই সচেতনতার কাজটিই করে থাকে। প্রান্তিক পর্যায়ে গিয়ে ক্যাপ যে কাজ করতেছে, তা সত্যিই প্রশংসার যোগ্য। যদিও এখনো এটাকে অনেকেই ভালোভাবে মেনে নিতে পারেনি। তবুও এর থেকে যদি একজন মাত্র মা-বোনও উপকৃত হয় সেটাই আমাদের বড় সার্থকতা।
উল্লেখ্য, ‘ক্ষতির কারণ যদি লজ্জা হয়, তাহলে আর লজ্জা নয়’ এই প্রতিপাদ্যে ২০১৫ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে নারীদের ক্যানসার সচেতনতা সৃষ্টিকারী সংগঠন ‘ক্যান্সার অ্যাওরনেস প্রোগ্রাম ফর উইমেন’ (ক্যাপ)। বর্তমানে দেশের ৫টি অঞ্চলে স্তন ক্যানসার এবং জরায়ু মুখের ক্যানসার নিয়ে কাজ করে আসছে সংগঠনটি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন