হোম অন্যান্যশিক্ষা ইবিতে ক্যাপের কর্মশালা অনুষ্ঠিত

ইবিতে ক্যাপের কর্মশালা অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 136 ভিউজ

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ক্যান্সার সচেতনামূলক সংগঠন ক্যান্সার এ্যাওয়ারনেস প্রোগ্রাম ফর উইমেন (ক্যাপ) এর কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার কার্যক্রম মাঠ পর্যায়ে উন্নয়নের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

বুধবার (০৭ ফেব্রুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) দ্বিতীয় তলায় ঐক্যমঞ্চের কার্যালয়ে এ কর্মশালা শুরু হয়। বিকেল ৪ টা পর্যন্ত চলমান এই কর্মশালায় ক্যাপের শুধু নারী শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।

এসময় সাদিয়া মুবাশ্বিরা শশীর সঞ্চালনায় প্রশিক্ষক হিসেবে ছিলেন ক্যাপ কুষ্টিয়া জোনের সভাপতি রাবেয়া খাতুন এবং সুমাইয়া ইয়াসমিন কলি। তারা স্তন ক্যান্সার ও জরায়ুমুখ ক্যান্সার নিয়ে আলোচনা তুলে ধরেন।

ক্যাপ কুষ্টিয়া জোনের সভাপতি রাবেয়া খাতুন বলেন, এ কর্মশালার মাধ্যমে ক্যাপ মাঠ পর্যায়ে আরও অনেক স্পিকার পাবে, যারা সর্বোপরি মায়েদের জন্য ক্যাপের কার্যক্রম পরিচালনা করবে।

বিশ্ববিদ্যালয়ে ক্যাপের নানান আয়োজনের মধ্যে উঠান বৈঠক, গোলাপি সড়ক শোভাযাত্রা, কর্মশালা অন্যতম। এই ধারাবাহিকতায় কথা বলার কৌশল, নিজ দক্ষতার প্রকাশ, গ্রামীণ পর্যায়ে কার্যক্রম উপস্থাপনের দক্ষতা বৃদ্ধি করতে এ স্পিকিং সেশনের আয়োজন করে তারা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন