হোম অন্যান্যসারাদেশ ইবিতে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা ১৬ অক্টোবর

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে মাস্টার্স অব ফিলোসফি (এমফিল) ও ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) প্রোগ্রামের ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মো. বদিউজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তি সূত্রে, আগামী ১৬ অক্টোবর সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ১০১ ও ১০২ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হবে।

এবারে এমফিল প্রোগ্রামের জন্য আবেদন করেছেন ৯১ জন প্রার্থী। এর মধ্যে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ২২ জন, দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ১৯ জন, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ২৩ জন, আরবী ভাষা ও সাহিত্য বিভাগে ১৪ জন, বাংলা বিভাগে ১ জন, অর্থনীতি বিভাগে ১ জন, আইন বিভাগে ১ জন, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে ৬ জন, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে ১ জন এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে ৩ জন।

এদিকে, পিএইচ.ডি প্রোগ্রামের জন্য আবেদন করেছেন ৯৩ জন প্রার্থী। এর মধ্যে আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ১৭ জন, দা’ওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ২৪ জন, আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে ১৯ জন, আরবী ভাষা ও সাহিত্য বিভাগে ১০ জন, বাংলা বিভাগে ২ জন, ইংরেজি বিভাগে ১ জন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ৩ জন, অর্থনীতি বিভাগে ১ জন, আইন বিভাগে ৬ জন, আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগে ৩ জন, হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগে ৪ জন, ব্যবস্থাপনা বিভাগে ১ জন, মার্কেটিং বিভাগে ১ জন এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে ১ জন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন