হোম আন্তর্জাতিক ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে ভূমিকম্প, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক :

মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে। সোমবার (২২ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৪টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩৬ মিনিট) ডেনপাসার এলাকায় এ ভূমিকম্প আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা এজেন্সির (বিএমকেজি) তথ্য বলছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬, যা প্রায় ১ মিনিট স্থায়ী হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পের সময় আতঙ্কে স্থানীয় অনেক বাসিন্দা ঘর থেকে রাস্তায় বের হয়ে আসেন।

যদিও এ বিষয়ে এখন পর্যন্ত স্থানীয় এবং জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি। তবে ভূমিকম্পের পর একাধিক আফটারশক আঘাত হানার শঙ্কায় স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্যমতে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ডেনপাসার থেকে ৪৯ কিলোমিটার দক্ষিণপূর্বে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১৪০ দশমিক ৯ কিলোমিটার গভীরে।

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্য বলছে, ডেনপাসার খুবই ভূমিকম্পপ্রবণ একটি এলাকা। এর ৩০০ কিলোমিটারের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প হয়েছিল ১৯১৭ সালে। সাড়ে ৬ মাত্রার শক্তিশালী ওই ভূমিকম্পে প্রাণ হারান এক হাজারের বেশি মানুষ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন