পিরোজপুর অফিস :
ইন্দুরকানীতে প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (২০মে) ইন্দুরকানী প্রেসক্লাবের উদ্যোগে সদর রোডে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন ইন্দুরকানী প্রেসক্লাব সভাপতি ও দৈনিক অবজারভার প্রতিনিধি মোঃ আজাদ হোসেন বাচ্চু, দৈনিক যুগান্তর প্রতিনিধি এইচ এম ফারুক হোসাইন, দৈনিক খোলা কাগজ প্রতিনিধি আলমগীর কবীর মান্নু, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি শাহিদুল ইসলাম, দৈনিক আমাদের সময় প্রতিনিধি মারুফুল ইসলাম, দৈনিক খবরপত্র প্রতিনিধি আলামিন হোসেন, দৈনিক আমাদের কন্ঠ প্রতিনিধি আবুল কালাম আজাদ প্রমুখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান, দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি ইকরামুল সিকদার, মাতৃভ‚মির কথা প্রতিনিধি মোঃ আলতাফ হোসেন, আমার সংবাদ প্রতিনিধি কেএম শামীম রেজা, সাংবাদিক রাজু সিকদার, রাকিব, আলী আকবর, শাহাদৎ বাবু, জিয়াউল হক, দিবাকর দত্ত পুলিনসহ উপজেলার সকল সাংবাদিকবৃন্দ।