হোম অন্যান্যসারাদেশ ইন্দুরকানীতে ছাত্রলীগের দুই গ্রুপে হামলায় আহত-১০

ইন্দুরকানীতে ছাত্রলীগের দুই গ্রুপে হামলায় আহত-১০

কর্তৃক
০ মন্তব্য 79 ভিউজ

পিরোজপুর অফিস :

পিরোজপুরের ইন্দুরকানীতে ছাত্রলীগের দুই গ্রুপের হামলায় দশজন আহত হয়েছে। বুধবার (৩ জুন) রাতে উপজেলা খেজুরতলা বাজারে এ ঘটনা ঘটে । আহত ছাত্রলীগ কর্মীদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । তাদের কান,চোখসহ বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে ।
এলাকাবাসী ও আহত ছাত্রলীগ কর্মী রাসেল শেখ, নাঈম শেখ, হাসিবসহ অনেকেই বলেন, আমরা ৪/৫ জন মিলে খেজুরতলা বাজারে চায়ের দোকানে বসা ছিলাম। উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিয়াজ,নোবেল,সাকিবসহ তাদের নেতৃত্বে ২৫/৩০জন লোক আমাদের উপর হাতুড়ি,দা, দেশীও অস্ত্র, লাঠিসোটা নিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা ধাওয়া দিলে ছাত্রলীগ কর্মীরা হামলা করে পালিয়ে যায় ।
হামলাকারী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নিয়াজ মাহমুদ বলেন, আমাদের এক বন্ধুকে মারার হুমকি দিলে।তাদের কাছে জিজ্ঞাসা করতে গেলে তারা আমাদের অকথ্য ভাসায় গালিগালাজ করে । তখন উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে ।
উপজেলা ছাত্রলীগে সভাপতি মোঃ আতিকুর রহমান ছগির বলেন , যারা ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে মারামারি করবে । তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
ইন্দুরকানী থানার ওসি হাবিবুর রহমান জানান, রাতে খেজুরতলা বাজারে ছাত্রলীগের দু গ্রুপে মারামারি ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন