হোম জাতীয় ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন মেডিকেল গ্রেডে, ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা

ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন মেডিকেল গ্রেডে, ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা

কর্তৃক
০ মন্তব্য 105 ভিউজ

অনলাইন ডেস্ক :
দুই মাস আগেও ১২ হাজার টাকায় ১৪০০ লিটারের একটি অক্সিজেন সিলিন্ডার মিটারসহ পাওয়া যেত। কিন্তু চট্টগ্রামে এখন সেসব সিলিন্ডার ৩০ থেকে ৩২ হাজার টাকায়ও মিলছে না। কিন্তু আশঙ্কার বিষয় হচ্ছে, অসহায় ক্রেতাদের উচ্চমূল্যে কেনা এসব সিলিন্ডারে বেশির ভাগই ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের অক্সিজেন, যা ক্রসফিলিংয়ের মাধ্যমে রি-ফুয়েল করা হচ্ছে।

গত দুদিন নগরের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালানের পর আজ বুধবার (১০ জুন) বাংলাদেশের বৃহৎ অক্সিজেন প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘লিন্ডে বাংলাদেশ’ এর কারখানায় অনুসন্ধান চালায় চট্টগ্রাম জেলা প্রশাসন। তবে সেখানে যে তথ্য মিলেছে, তা যেন কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসার মতোই।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, আজ বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রামের সাগরিকায় লিন্ডে বাংলাদেশের প্রধান অক্সিজেন সিলিন্ডার বিক্রয় ও বিতরণকেন্দ্র পরিদর্শন করি। সেখান থেকে জানা যায়, ১.৪ কিউবিক লিটার মেডিকেল গ্রেড অক্সিজেন সিলিন্ডারের (৯৯.৯% ঘনত্বের) রিফিলিং মূল্য মাত্র ১২২ টাকা। কিন্তু চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা এবং সদরঘাট এলাকায় বিভিন্ন পাইকারি দোকানিরা রিফিলিংয়ের ক্ষেত্রে দাম রাখছেন ১০০০ টাকা বা তারও বেশি।

লিন্ডে বাংলাদেশ প্রতিনিধিদের বরাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল জানান, চট্টগ্রামে গত দুইদিন জেলা প্রশাসন চট্টগ্রামের পক্ষ থেকে যেসব প্রতিষ্ঠানকে মাত্রাতিরিক্ত দামে অক্সিজেন সিলিন্ডার বিক্রি এবং রিফিলিংয়ের জন্য জরিমানা করা হয়েছে তারা লিন্ডে বাংলাদেশের কোনো বৈধ প্রতিনিধি নয়।

চট্টগ্রামে এমন অসাধু প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে- হাসান ট্রেডার্স, ব্রাদার্স প্রকৌশলী ওয়ার্কস, বিসমিল্লাহ এন্টারপ্রাইজ ও জিলানী অক্সিজেন লিমিটেড।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন