রাজনীতি ডেস্ক:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট ২০টি আসনের প্রত্যাশা করছে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমুর বাসায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, আসন ভাগাভাগি যেন জোটের জন্য সম্মানজনক হয়, সেটাই প্রত্যাশা। আমাদের এখন ১০ জন সংসদ সদস্য আছেন। প্রত্যাশা ২০ জনের।
তিনি আরও বলেন, শেখ হাসিনার সঙ্গে বৈঠকে আসন ভাগাভাগি নিয়ে কথা হয়নি, এ বিষয়ে দায়িত্ব দেয়া হয়েছে আমির হোসেন আমুকে।
ইনু বলেন, জোটের প্রার্থীর আসনে আওয়ামী লীগের নেতা স্বতন্ত্র প্রার্থী হলে বিভ্রান্তি দেখা দেবে। সে বিষয়টি আওয়ামী লীগ বিবেচনা করবে বলে আশা। জোটের প্রার্থীরা নৌকা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।
একাদশ জাতীয় সংসদে জোটের আটজন জনপ্রতিনিধি বর্তমান সংসদে আছেন। দ্বাদশ জাতীয় সংসদে জোটের আসন নিয়ে সমঝোতার জন্য সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় গণভবনে জোট প্রধান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে বসেন শরিক দলের নেতারা।
২০০৮ সাল থেকেই ১৪ দলীয় জোট একসঙ্গে নির্বাচন করে আসছে। সর্বশেষ ২০১৮ সালের নির্বাচনেও শরিক দলের আট নেতা নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারও জোটের শীর্ষ নেতারা নৌকা প্রতীকেই ভোট করার আগ্রহ প্রকাশ করেছেন।