হোম খুলনাবাগেরহাট ইনকিলাব মঞ্চের হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপি’র মিছিল

ইনকিলাব মঞ্চের হাদির ওপর হামলার প্রতিবাদে বিএনপি’র মিছিল

কর্তৃক Editor
০ মন্তব্য 47 ভিউজ

মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধি:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে মোল্লাহাট উপজেলা বিএনপি’র উদ্যোগে এক প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল ৪টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

মিছিলটি উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় হাসপাতাল মোড় থেকে শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা হাতে প্ল্যাকার্ড তুলে ধরে হাদির উপর হামলা কেন-প্রশাসন জবাব চাই এমন শ্লোগান দিতে থাকে।

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা মেজবাহ উদ্দিন সরদার বলেন, গতকাল ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদির ওপর যে হামলা হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদও নিন্দা জানাচ্ছি।
সমাবেশে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম সন্ত্রাস ও হামলার বিরুদ্ধে জনগণকে একত্রিত হওয়ার আহ্বান জানান এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য মোল্লা তরিকুল ইসলাম রাসেল, মোহাম্মদ আলমগীর হোসেন মোল্লা, উপজেলা যুবদলের আহ্বায়ক মুরাদ হোসেন চৌধুরী, শ্রমিক দলের সভাপতি জাহিদ মোল্লা, কৃষক দলের সাধারণ সম্পাদক কালিম মুন্সী, যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ মোল্লা ও তরিকুল ইসলাম সজল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পাভেল মাহমুদ পরশ, কে আর কলেজ ছাত্রদলের সভাপতি ইরান মোল্লাসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন