তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন, শরীফুল ইসলাম—আসন্ন ক্রিকেট বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড কাজ করছেন তরুণ এই পেসারদের নিয়ে। এক অন্যরকম পঞ্চপাণ্ডব গড়ে তুলছেন নিজ হাতে।
সেই পরিবর্তনের পিছে ছুটে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের পেসাররা গড়লো এক ইতিহাস। আজ প্রতিপক্ষকে অলআউট করার পথে ১০ উইকেটের সবগুলোই নিয়েছে পেসাররা। এর আগে কখনোই বাংলাদেশ এমনটি করতে পারেনি। এই অর্জনের পথে আজ হাসান মাহমুদ একাই নিয়েছেন ৫ উইকেট। তাসকিন নিয়েছেন ৩ উইকেট, এবাদতের শিকার দুটি।
বিশ্বকাপের আগে মে মাসে ইংল্যান্ডে আয়ারল্যান্ডের সঙ্গে ফিরতি সিরিজ আছে বাংলাদেশের। আর সেখানেও পেসাররা ভালো করবে তা বিশ্বাস করেন অ্যালান ডোনাল্ড। সেটিকে বিশ্বকাপের মোক্ষম প্রস্তুতি হিসেবেই দেখছেন তিনি। গুরুর জিয়নকাঠির ছোঁয়ায় দারুণভাবে জেগে উঠেছে শিষ্যরা।