হোম খুলনানড়াইল ইট ভাটা  বন্ধের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

ইট ভাটা  বন্ধের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত 

কর্তৃক Editor
০ মন্তব্য 59 ভিউজ

নড়াইল প্রতিনিধি:

ইট ভাটায় মোবাইল কোট পরিচালনা, জরিমানা, ভাটা ভাংচুর ভাটা  বন্ধের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নড়াইল শিল্পকলা একাডেমি চত্বরে বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে  জেলা প্রশাসকের কার্যালয়  এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান  উপদেষ্টা কাছে স্মারকলিপি প্রদান করে। 

সমাবেশে বক্তরা বলেন এই শিল্পে প্রায় ৫০ লক্ষ শ্রমিক কর্মরত আছে এবং ৫০ লক্ষ পরিবার তথা কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা আমরাই করেছি, ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বে। এছাড়াও প্রায় প্রতিটি ইভাটিার বিপরীতে কোটি টাকার উপরে ব্যাংক লোন যা প্রায় হাজার কোটি টাকা এই ভাটা সমূহ বন্ধ হয়ে গেলে সমূদয় ব্যাংক লোন অনাদায়ী থেকে যাবে। ইটভাটার মালিকগণ বছরে হাজার হাজার কোটি টাকার অধিক রাজস্ব দিয়ে থাকেন।

আমরা কোন অবস্থাতেই এই সরকারকে বিব্রতকর অবস্থায় ঠেলে দিতে চাই না কিন্তু বিগত ফ্যাসিষ্ট সরকারের মদদপুষ্ট বসুন্ধরা, কনকর্ড সহ আধিপত্যবাদী প্রতিষ্ঠান সমূহ ইট শিল্পকে ধংশের দিকে ঠেলে দিচ্ছে এবং বর্তমান সরকারের মখোমুখি আমাদেরকে দাড় করানোর চেষ্টা করছে।দেশের রাস্তাঘাট, ঘরবাড়ী সহ সকল অবকাঠামো নির্মানে ব্যবহৃত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি।

সমাবেশে বক্তব্য দেন ইটভাটা মালিক সমিতির সভাপতি এম এম রেজাউল আলম,সাধারণ সম্পাদক সাইদুর রহমান,সহসভাপতি বিএম রফিকুল ইসলাম,কোষাধক্ষ্য কারিমুল করিম কুশাল প্রমুখ।

সময় উপস্থিত শ্রমিকরা বিভিন্ন দাবী দাওয়া নিয়ে শ্লোগান দিতে থাকেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন