কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
খাগড়াছড়ি- রাঙ্গামাটি সড়কের গামারীঢালায় সড়ক দুর্ঘটনায় পুলিশের এস.আই পার্থ রায় চৌধুরী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে খাগড়াছড়ি সদরের গামারীঢালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইটনা পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি আদালতে মামলার সাক্ষী দিতে যাবার পথে গুগড়াছড়ি এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি।
পরে তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়। গাইবান্ধা থেকে মাইক্রোবাসটি পর্যটক নিয়ে খাগড়াছড়ি আসছিল বলে জানা যায়। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়। নিহত পুলিশ কর্মকর্তা পার্থ রায় চৌধুরীর বাড়ি রাঙ্গামাটির তবলছড়িতে। তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা থানায় কর্মরত ছিলেন।