হোম খুলনাসাতক্ষীরা ইছামতি থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

ইছামতি থেকে অবৈধভাবে বালু উত্তোলন, দেড় লাখ টাকা জরিমানা

কর্তৃক Editor
০ মন্তব্য 152 ভিউজ

দেবহাটা প্রতিনিধি:

দেবহাটার সীমান্ত নদী ইছামতি থেকে অবৈধভাবে বালু উত্তোলনকালে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৭মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের নির্দেশনায় কোমরপুরে সীমান্ত নদী ইছামতিতে এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভুমি) দীপা রানী সরকার।

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনকারি ভাতশালা গ্রামের আব্দুল হক বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাসকে আটক করা হয়। এসময় বালুমহাল ও ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ি মিন্টু বিশ্বাসকে দেড়লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি বালু উত্তোলন কাজে ব্যবহৃত ট্রলার ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।

নদী ভাঙনরোধ ও অসাধু বালু ব্যবসায়ীদের রুখতে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যহত থাকবে বলে জানিয়েছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন