হোম খুলনাবাগেরহাট ইউসিবি পিএলসি-এর সাফল্যে ফকিরহাট শাখায় কেককাটা অনুষ্ঠান

ইউসিবি পিএলসি-এর সাফল্যে ফকিরহাট শাখায় কেককাটা অনুষ্ঠান

কর্তৃক Editor
০ মন্তব্য 48 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি-২০২৫ সালে এক বছরে ১৩ হাজার কোটি টাকার নেট ডিপোজিট প্রবৃদ্ধির জন্য ফকিরহাট শাখায় কেক কেটে এই সাফল্য উদযাপন করা হয়।
রবিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ইউসিবি এর ফকিরহাট শাখায় আয়োজিত অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন ফকিরহাট শাখা ব্যবস্থাপক মো: আরিফ বিল্লাহ খান, অপরেশন ম্যানেজার শাহরিনা তাবাচ্ছুম, আরএম (ভারপ্রাপ্ত) আবতহী ইবনে রাব্বানী, সিএসএএম (জিবি) গিয়াস উদ্দিন, সিএসএম (ক্যাশ) গাজী বিপুল আহম্মেদ প্রমূখ।
ফকিরহাট শাখা ব্যবস্থাপক মো: আরিফ বিল্লাহ খান বলেন, ব্যাংকের মোট ডিপোজিট ৬৮.৩১৭ কোটি টাকা, আমদানী ৩.৩ বিলিয়ন ডলার, , রপ্তানী হয়েছে ৩.৩ বিলিয়ন ডলার, ২৩৪টি শাখা রয়েছে, ১৮৭টি উপশাখা, ৬২০টি এজেন্ট এবং ৭১৫টি এটিএম বুথ রয়েছে। ইউসিবি পিএলসি-এর সাফল্য এসেছে এর ডিজিটাল ব্যাংকিং, গ্রাহক-কেন্দ্রিক পরিষেবা, প্রবাসী আয় (রেমিট্যান্স) ব্যবস্থাপনা, শক্তিশালী অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং উদ্ভাবনী পণ্যে মাধ্যমে। এছাড়া সেবার মান ভাল হওয়ায় এ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন