হোম আন্তর্জাতিক ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়া থেকে তেল ক্রয় না করলে ইউরোপে প্রাকৃতিক গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিয়েছেন রাশিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

সোমবার (৭ মার্চ) রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক বলেন, রাশিয়ার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলে নর্ড স্ট্রিম ২-এর ওপর নিষেধাজ্ঞা দিলে নর্ড স্ট্রিম-১ এর মাধ্যমে গ্যাস বন্ধ করার অধিকারও আমাদের আছে।

এদিকে আবারও বাইডেনের কাছে সহায়তা চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেনের বিভিন্ন শহরে সামরিক অভিযান অব্যাহত রেখেছে রাশিয়া। সুমি অঞ্চলে হামলায় শিশুসহ ১০ জন নিহত হয়েছে বলে দাবি ইউক্রেনের।

সোমবার মধ্যরাতে এভাবেই একের পর এক রকেট হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ শহর। ইউক্রেনীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে চলে দফায় দফায় রকেট বিস্ফোরণ। সুমি অঞ্চলে হামলায় শিশুসহ বেশ কয়েকজন নিহতের দাবি করেছে ইউক্রেন।

এদিন ইউক্রেনের একটি তেলের ডিপোতে বিমান হামলা চালায় রুশ বাহিনী। এতে ডিপোটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

এদিকে, সামরিক অভিযান ঘিরে রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকলে ইউরোপে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি দিয়েছেন রুশ উপপ্রধানমন্ত্রী অ্যালেকজেন্ডার নোভাক। তিনি বলেছেন, এই মুহূর্তে রাশিয়ার তেল গ্যাস ছাড়া ইউরোপের হাতে কোনো বিকল্প নেই। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর চাহিদার ৪০ শতাংশ গ্যাস ও ৩০ শতাংশ তেল সরবরাহ করে রাশিয়া।

এদিকে, রুশ সেনাবাহিনীকে প্রতিরোধে আবারো যুক্তরাষ্ট্রের কাছে সাহায্য চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। একইসঙ্গে অন্য দেশেও রাশিয়া হামলা চালাবে বলে পশ্চিমাদেরকে সতর্ক করেছেন তিনি। বললেন, আমাদেরকে সমর্থন দিন। শুধু কথায় না আপনারা সরাসরি আমাদের সাথে শত্রুকে মোকাবিলায় অংশ নিন। আপনারা যোগ দিলেই এই যুদ্ধে বিজয় আমাদেরই হবে। প্রেসিডেন্ট পুতিন শুধু ইউক্রেনে হামলা চালিয়েই ক্ষান্ত হবে না, আপনারও তাদের লক্ষে পরিণত হতে পারেন।

ইউক্রেনের পাল্টা হামলায় রাশিয়ার এক জেনারেল নিহতের দাবি করেছে কিয়েভ। খারকিভ শহরের কাছে যুদ্ধ চলাকালে রুশ সেনাবাহিনীর ওই শীর্ষ কমান্ডার নিহত হন। ইউক্রেনে রিজার্ভ ফোর্স পাঠানো হবে না বলে জানিয়েচেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

একইদিন ইউক্রেনের মানবিক পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। দেশটিতে মানবিক বিপর্যয় ঠেকাতে এবং সাধারণ মানুষের প্রাণহানি ঠেকাতে অবিলম্বে রাশিয়াকে সামরিক অভিযান বন্ধের আহ্বান জানায় অধিকাংশ দেশ। বেসামরিক নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার ব্যবস্থা করতে রাশিয়ার প্রতি আহ্বান জানানো হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন