বাণিজ্য ডেস্ক :
চলমান গ্যাস সংকটে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোকে যৌথভাবে গ্যাস কেনার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন।
রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম আরটির প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
আসন্ন শীত মৌসুমে গ্যাসের সরবরাহ নিশ্চিতে ইউরোপের দেশগুলো হন্য হয়ে গ্যাস কিনছে। এতে গ্যাস কেনা নিয়ে এক ধরনের অসম প্রতিযোগিতা দেখা দিয়েছে। এতে করে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো চড়া মূল্যে গ্যাস বিক্রি করছে। তাই একে অপরকে ছাড়িয়ে যাওয়ার এ মনোভাব ত্যাগ করে যৌথভাবে জোটকে জ্বালানি কেনার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট।
বুধবার (১৯ অক্টোবর) স্ট্রাসবার্গে ইউরোপীয় পার্লামেন্টের অধিবেশনে উরসুলা ভন ডার লেন বলেন, ‘একে অপরকে ছাড়িয়ে যাওয়ার পরিবর্তে, ইউরোপীয়দের একসঙ্গে গ্যাস কেনা উচিত। তাই আমরা একসঙ্গে ইইউ স্তরে গ্যাস কিনব। কারণ আমরা গেল আগস্টের পরিস্থিতি থেকে উপলব্ধি করেছি যে কীভাবে সদস্য রাষ্ট্রগুলো একে অপরকে ছাড়িয়ে কে কত পরিমাণে, কত দামে গ্যাস কেনার প্রতিযোগিতায় নামে, যার কারণে গ্যাসের দাম ব্যাপক আকারে বেড়ে যায়। আমরা অবশ্যই এর চেয়ে স্মার্ট হতে পারি। কাজেই আমাদের চাহিদা একত্রিত করা আবশ্যক।’
পার্লামেন্টে ইসি প্রেসিডেন্টের এ মন্তব্য করার মাত্র একদিন আগেই গ্যাসের দাম কমানো এবং ইউরোপীয় ইউনিয়নে শীত মৌসুমে জ্বালানি সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে একটি নতুন জরুরি প্যাকেজ ঘোষণা করে ইউরোপীয় কমিশন।
এতে যৌথ গ্যাস ক্রয় পরিকল্পনার অংশ হিসেবে জরুরি পরিস্থিতিতে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে গ্যাস ভাগ করে নেয়ার মতো বাধ্যতামূলক নিয়ম প্রবর্তন করা হয়েছে।
উরসুলা বলেন, ‘কিছু সদস্য রাষ্ট্র অন্যদের তুলনায় সরাসরি রাশিয়ান গ্যাসের সংস্পর্শে রয়েছে। মধ্য ইউরোপের ল্যান্ডলকড দেশগুলোর জন্য পরিস্থিতি বিশেষ করে চ্যালেঞ্জিং। কিন্তু শেষ পর্যন্ত, অত্যন্ত সমন্বিত সরবরাহ চেইনসহ আমাদের একক বাজারে একটি সদস্য রাষ্ট্র সংকটের সম্মুখীন হলে সব সদস্য রাষ্ট্রের ওপর তার ব্যাপক প্রভাব পড়বে। সুতরাং, সংকট দেখা দিলে গ্যাস ভাগ করাই শ্রেয়।’
উরসুলার মতে, গেল আট মাসে ইইউ রুশ গ্যাসের ওপর তাদের ব্যাপক নির্ভরতা দুই তৃতীয়াংশ পর্যন্ত কমিয়ে আনতে সক্ষম হয়েছে। পাশাপাশি সরবরাহে বৈচিত্র্যও এনেছে। তবে এর জন্য ইউরোপকে চড়া মূল্য পরিশোধ করতে হয়েছে।
তিনি প্রতিযোগিতা বজায় রাখার জন্য জোটকে জ্বালানির নিজস্ব উৎসে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।
