হোম খেলাধুলা ইউরোপিয়ান ক্লাব ফুটবলে ফিরেছে ইতালির সুদিন

খেলার সংলাপ:

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আবারো ফিরে এসেছে ইতালিয়ান সৌরভ। যে সুবাসে বিমোহিত সবাই। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ কিংবা কনফারেন্স লিগ; সব জায়গায়-ই সিরি’আর ক্লাবগুলোর দাপট। ইউরোপিয়ান শীর্ষ তিন প্রতিযোগিতার ফাইনালিস্ট একই দেশের তিন ক্লাব, এমনটা এবার-ই প্রথম দেখেছে বিশ্ব ফুটবল। ইন্টার মিলান, এএস রোমা আর ফিওরেন্তিনার সামনে সুযোগ, তিনটি ট্রফিই ইতালিতে আনার।

সাফল্য, ব্যর্থতা, হতাশা, উচ্ছ্বাস কিংবা চোখের জলে ভেসে যাওয়া। আবেগের চূড়ান্ত বিচ্ছুরণ। এটাই তো ইতালিয়ান ফুটবল। এভ্রিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ওয়ার না বলে ওটাকে সিরি’আ বলাই ভালো। কামান গোলা বারুদের গন্ধ নেই তবুও এ যেন এক ফুটবলীয় যুদ্ধ। আছে মাফিয়াদের কালো হাত, ওঠে হরমামেশাই নানা অভিযোগ। তবুও ইতালিয়ান ডিফেন্সিভ ক্ল্যাসিক সৌরভে বিমোহিত হতে আপনি বাধ্য, আপনার রাতও জাগা করবে সার্থক।

ক্লাবগুলোর মানসিকতাই নির্ধারণ করে দেয় বিজয়ী না পরাজিত কোন দলে তারা থাকতে চায়। হারার আগেই হেরে যাওয়া নয়, নয় চাপের মুহূর্তে ভেঙে পড়া। চলতি মৌসুমে সেটাই করে দেখাচ্ছে ইতালিয়ান ক্লাবগুলো। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ কিংবা কনফারেন্স লিগ। রূপকথাকে বাস্তবে রূপ দেয়ার পথে মোটে একধাপ পিছিয়ে ইন্টার মিলান, এএস রোমা আর ফিওরেন্তিনা।
 
ইতালির ক্লাব ফুটলের সাফল্যের এমন স্লট তৈরি হয়েছে গেল কয়েক মৌসুম ধরেই। ইউরোপের একমাত্র লিগ যেখানে গেল ৪ বছর পেয়েছে ভিন্ন ভিন্ন চার লিগ চ্যাম্পিয়ন। য়্যুভেন্তাস, ইন্টার, এসি মিলান চলতি বছর নাপোলি। আতালান্তা, রোমা, লাৎসিও, ফিওরেন্তিনাও দূর্দান্ত।
 
চ্যাম্পিয়ন লিগে ১৩ বছর পর ফাইনালে ওঠা ইন্টার মিলানের স্কোয়াডের ট্রান্সফার ভেল্যু ৫৩৪ মিলিয়ন ইউরো। তাদের ফাইনালের প্রতিপক্ষ ম্যানসিটির চাইতে যা অর্ধেকেরও কম। দলের সবচাইতে বড় তারকা লুকাকু ধারে খেলতে এসেছেন চেলসি থেকে। সেই কালো সোনাকেই অমূল্য পরশ পাথরে পরিণত করেছেন সিমিওনে ইনজাগি।
 
অন্যদিকে ইউরোপ লিগের ফাইনালিস্ট রোমা বস মরিনিও শুধু একজন ম্যাজিশিয়ান নন, অসীম রহস্য মাঝে তিনি আদতে এক ফুটবল বিজ্ঞানী। সাদামাটা মধ্যবিত্ত রোমার ভেতর থেকে ফুটবলারদের দুমড়ে মুচড়ে বের করে আনার ম্যাজিকাল স্টিক মরিনিওর হাতে। তাইতো সেভিয়ার চাণক্যের মাঝেও স্পেশাল ওয়ান যে কী করতে পারেন, সেটা তো গোটা বিশ্বের জানাই আছে!
 
প্রথমবারের মতো কনফারেন্স লিগের ফাইনালে ওঠা ফিওরেন্তিনার সামনেও ইতিহাসকে ফিরিয়ে আনার সুযোগ। সুযোগ ৬২ বছর পর ইউরোপিয়ান কোনো শিরোপা জেতার। সব মিলিয়ে ইতালিয়ান ক্লাব ফুটবলে দৃষ্টি আপনাকে রাখতেই হবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন