খেলার সংলাপ:
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে আবারো ফিরে এসেছে ইতালিয়ান সৌরভ। যে সুবাসে বিমোহিত সবাই। চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপা লিগ কিংবা কনফারেন্স লিগ; সব জায়গায়-ই সিরি’আর ক্লাবগুলোর দাপট। ইউরোপিয়ান শীর্ষ তিন প্রতিযোগিতার ফাইনালিস্ট একই দেশের তিন ক্লাব, এমনটা এবার-ই প্রথম দেখেছে বিশ্ব ফুটবল। ইন্টার মিলান, এএস রোমা আর ফিওরেন্তিনার সামনে সুযোগ, তিনটি ট্রফিই ইতালিতে আনার।
সাফল্য, ব্যর্থতা, হতাশা, উচ্ছ্বাস কিংবা চোখের জলে ভেসে যাওয়া। আবেগের চূড়ান্ত বিচ্ছুরণ। এটাই তো ইতালিয়ান ফুটবল। এভ্রিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। ওয়ার না বলে ওটাকে সিরি’আ বলাই ভালো। কামান গোলা বারুদের গন্ধ নেই তবুও এ যেন এক ফুটবলীয় যুদ্ধ। আছে মাফিয়াদের কালো হাত, ওঠে হরমামেশাই নানা অভিযোগ। তবুও ইতালিয়ান ডিফেন্সিভ ক্ল্যাসিক সৌরভে বিমোহিত হতে আপনি বাধ্য, আপনার রাতও জাগা করবে সার্থক।