হোম অন্যান্যসারাদেশ ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে থাকায় কেশবপুরে দু’ ইউনিয়নে আওয়ামীলীগের আহ্বায়ক কমিটি গঠন

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) :

যশোরের কেশবপুর উপজেলায় অনুষ্ঠিতব্য পঞ্চমধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অংশ নিয়ে নির্বাচন করার অপরাধে উপজেলার সাগরদাঁড়ি ও সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি বিলুপ্ত করার পর উপজেলা আওয়ামীলীগ ওই দু ইউনিয়নে আহ্বায়ক কমিটি গঠণ করেছে।

১৬ জানুয়ারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের আহ্বায়ক করা হয়েছে ডি এম সামসুদ্দিনকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে শামসুন্নাহার লিলি,মাষ্টার কামরুজ্জামান টিটো, আবু বকর সিদ্দিককে এ কমিটিতে মোট ৩২ জন স্থান পেয়েছেন।

অপরদিকে সাগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের রফিকুল ইসলাম সরদারকে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক অলিয়ার রহমান, মাষ্টার জাফর ইকবাল, আজিবর রহমান ও আব্দুল আলিমকে এখানেও ৩২ সদস্য বিশিষ্ট কমিটি দেয়া হয়েছে।

প্রেসবিজ্ঞপ্তিতে আগামি ৬০ দিনের জন্য রাজনৈতিক ও সাংগঠণিক কার্যক্রম পরিচালনার দয়িত্ব দেয়া হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন