হোম অন্যান্যসারাদেশ ‘ইউনূস থেকে রবীন্দ্রনাথ অনেকেই তদবির করে নোবেল পেয়েছেন’

অনলাইন ডেস্ক:

শান্তিতে নোবেল বিজয়ী মুহম্মদ ইউনূস এবং সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রসঙ্গ টেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও প্রাবন্ধিক আবুল কাসেম ফজলুল হক বলেছেন, ‘ইউনূস থেকে রবীন্দ্রনাথ অনেকেই তদবির করে নোবেল পেয়েছেন।’

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ আয়োজিত তিন দিনব্যাপী সপ্তম নন-ফিকশন বইমেলার শেষ দিনে এসব কথা বলেন ফজলুল হক।

তিনি বলেন, ‘অনেকেই ভাবেন নোবেল পুরস্কার অনেক মহৎ কিছু। কিন্তু বেশিরভাগ পুরষ্কার বিজয়ীই তদবিরের মাধ্যমে নোবেল পুরষ্কার পেয়েছেন। স্বয়ং রবীন্দ্রনাথ পাঁচ বছর তদবির করে নোবেল পেয়েছেন।’

দেশের শিক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করে ফজলুল হক বলেন, ‘অনেকেই ভাবেন দেশের শিক্ষা ব্যবস্থায় ইংরেজি অন্তর্ভুক্ত করলে দেশের উন্নতি হবে। এটা ভুল ভাবনা। আফ্রিকানরা দেড়শ বছর ধরে ব্রিটিশদের কল্যাণে ইংরেজি পড়ালেখা করছে। ইংরেজি ভাষা তাদের কোনো উন্নতি করতে পারেনি। একমাত্র মাতৃভাষার মাধ্যমেই একটি জাতির উন্নয়ন সম্ভব।’

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কাঠামো নিয়ে ফজলুল হক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজকে অন্তর্ভুক্ত করে ভুল সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেসব কলেজকে অন্তর্ভুক্ত করা হয়েছে তারাও বিপদে পড়েছেন আর এই সিদ্ধান্তের ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ও ঝামেলার মধ্যে পড়েছে।

উল্লেখ্য, ২৬ থেকে ২৮ ডিসেম্বর সকাল ১০টা থেকে রাত ৮টা অবধি চলছে নন-ফিকশন বইমেলা। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বইমেলার উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন