হোম অন্যান্যসারাদেশ ইউটিউবার জুবায়ের ইসলামের গ্রুপের পক্ষ থেকে ইফতার বিতরণ

নিজম্ব প্রতিবেদক, সংকল্প নিউজ :

সাতক্ষীরা শহরের বিভিন্ন এলাকায় এতিমখানা ও অসহায় মানুষ এবং পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) বিকাল ৪ টার দিকে শহরের মাছখোলা, কাটিয়া, মুনজিতপুরসহ বিভিন্ন এলাকায় ইউটিউবার জুবায়ের ইসলামের গ্রুপের পক্ষ থেকে এ বিতরণ কর্মসূচি করা হয়। এসময় ইউটিউব গ্রুপের আরো উপস্থিত ছিলেন ইউটিউবার সবুজ, কালাম, সাহাদ, হাসান প্রমুখ।

ইফতার বিতরণকালে.. জুবায়ের ইসলাম বলেন,
আমরা এ ইফতার বিতরণ আয়োজন শুরু করেছি। এসব মানুষের মাঝে আমরা ইফতার তুলে দিতে পেরে অত্যন্ত আনন্দিত”। এ পবিত্র রামজানে রোজাদারদের ইফতারি করানোটাও আমাদের জন্য খুবই ভাগ্যের বিষয়।

সবুজ বলেন,
আজ প্রায় দুশত মানুষকে আমরা এ ইফতার বিতরণ করতে পেরেছি। এতে নিম্ন আয়ের মানুষেদের ইফতার দিতে পেরে আমরা খুবই আনন্দিত,

কালাম বলেন,
এ উদ্যোগের জন্য রোজাদারদের কাছ থেকে ব্যাপক সাড়া ও ভালবাসা পেয়েছি।”

সম্পর্কিত পোস্ট

মতামত দিন