হোম আন্তর্জাতিক ইউক্রেন থেকে ১৪ মিলিয়ন টন শস্য রফতানি হয়েছে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক :

জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ইউক্রেন ও রাশিয়ার খাদ্যশস্য চুক্তির আওতায় ইউক্রেন থেকে ১৪ মিলিয়ন টনেরও বেশি শস্য রফতানি হয়েছে। জেনেভায় জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কটাডের প্রধান রেবেকা গ্রিনস্প্যান এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

রেবেকা গ্রিনস্প্যানের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়, টানা সাত মাস ধরে বিশ্বব্যাপী খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির গতি কমিয়েছে শস্য রফতানি চুক্তিটি।

গ্রিনস্প্যান বলেন, ‘আমরা ১৪ মিলিয়ন টন খাদ্য ছাড় করেছি, যা ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভের মাধ্যমে এসেছে। এটি বাজারের জন্য খুবই তাৎপর্যপূর্ণ।’

কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেন ও রাশিয়ার খাদ্যশস্য রফতানি নিশ্চিতের জন্য জাতিসংঘের সঙ্গে মিলিতভাবে এ চুক্তিতে মধ্যস্থতা করেছে তুরস্ক। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা নেতাদের একজন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। কদিন আগেও দুই নেতা খাদ্যশস্য সরবরাহ এবং তুরস্কে সম্ভাব্য আঞ্চলিক গ্যাসকেন্দ্র নিয়ে আলোচনা করেন।

এর আগে গত ১৭ নভেম্বর ইউক্রেনকে শস্য রফতানি করার অনুমতি দিয়ে চুক্তির মেয়াদ বাড়ানোকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ সময় তিনি এ চুক্তি বহাল রাখতে উদ্যোগ নেয়া সব পক্ষকে ধন্যবাদ জানান।

তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় চুক্তিটির ওপর নজর রাখা সংস্থা ইস্তাম্বুলভিত্তিক যৌথ সমন্বয় কেন্দ্রের শেয়ার করা এক বিবৃতিতে গুতেরেস বলেছিলেন, “আমি ইউক্রেন থেকে নৌপথে শস্য, খাদ্যসামগ্রী এবং সার রফতানির নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য ‘ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ’ বহাল রাখায় সব পক্ষকে স্বাগত জানাই।”

বিশ্বের শস্যভান্ডার হিসেবে বিবেচিত ইউক্রেনে গত ২৪ ফেব্রুয়ারি রুশ সেনা অভিযানের কারণে দেশটির বন্দরে ২ কোটি টন খাদ্যশস্য আটকা পড়ে। জুলাই মাসে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ চুক্তির মধ্য দিয়ে এ অচলাবস্থার অবসান ঘটে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন