হোম আন্তর্জাতিক ইউক্রেনে রেডিও লিবার্টির সাংবাদিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক :

রাশিয়ার গোলায় ইউক্রেনের রেডিও লিবার্টির সাংবাদিক ভিরা হিরিক নিহত হয়েছেন। এক বিবৃতিতে রেডিও স্টেশনটি এমন খবর দিয়েছে।

ভিরার বাড়িতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তখন তিনি বাড়িতেই ছিলেন। তাকে স্বাচ্ছন্দ্য ও দয়ালু মানুষ হিসেবে উল্লেখ করেছেন তার সহকর্মীরা। ওলেকসান্দর ডেমচেনকো নামে তার এক সহকর্মী বলেন, ভিরা ছিলেন চমৎকার একজন মানুষ।-খবর বিবিসির

রেডিও লিবার্টি সাধারণত রেডিও ফ্রি ইউরোপ নামে পরিচিত। মার্কিন তহবিলের সংবাদমাধ্যমটি বিশ্বের সেই সব দেশের সংবাদ সংগ্রহ করে, যেখানে সংবাদমাধ্যমের স্বাধীনতা সীমিত কিংবা যেখানে কোনো গণমাধ্যম প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি।

এর আগে কিয়েভের মেয়র ভিতালি ক্লিটসকো বলেন, গতকালের ক্ষেপণাস্ত্র হামলার পর একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতকে নিয়ে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি।

ইউক্রেনের লক্ষ্যবস্তু হামলার কথা স্বীকার করেছে মস্কো। সাংবাদিকের ভবনে হামলা নিয়ে কোনো বিবরণ দেয়নি।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন