হোম আন্তর্জাতিক ইউক্রেনের সেনাবাহিনীর ক্ষয়ক্ষতি তুলে ধরলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনের সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ইউক্রেনীয় সেনাবাহিনী লোকবল সংকটে ভুগছে। বৃহস্পতিবার (২২ জুন) রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এ কথা বলেন পুতিন।

রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মূল্যায়নে তুলে ধরা হয় যে, পাল্টা আক্রমণ শুরু করার পর এখন পর্যন্ত ইউক্রেনীয় সেনাবাহিনীর ১৩ হাজার সেনা নিহত হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে পুতিন এ মন্তব্য করেন।

রুশ প্রেসিডেন্ট পুতিন বলেন, তারা হয়তো অতিরিক্ত সামরিক সরঞ্জাম সরবরাহ করে যেতে পারবে কিন্তু মাঠে নামানোর মতো সৈন্য তাদের খুবই কম। আমার মনে হচ্ছে, পশ্চিমা মিত্ররা এই যুদ্ধকে এমন এক পর্যায়ে টেনে নিয়ে যেতে চায় যেখানে শেষ ইউক্রেনীয় ব্যক্তিটিকেও তারা মাঠে নামাবে।’

এসময় পুতিন বলেন, যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা ইউক্রেনের কী ক্ষয়ক্ষতি হয়েছে বা হয়ে যাচ্ছে সে বিষয়ে অবগত নয়। এমনকি তারা এ বিষয়ে অবগত হতেও চাইবে না। তারা চাইবে, রাশিয়ার ক্ষতি করার জন্য কিয়েভকে যতক্ষণ পর্যন্ত পারা যায় ব্যবহার করতে।

রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠকে পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ জানান, পাল্টা আক্রমণ শুরু করার পর এখন পর্যন্ত ইউক্রেনীয় সেনাবাহিনীর ১৩ হাজার সেনা নিহত হয়েছে। বিপরীতে রুশ সেনাবাহিনী তার সৈন্য সংখ্যা ক্রমেই বাড়িয়ে চলেছে।

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু জানান, তারা এখন পর্যন্ত ১ লাখ ১৪ হাজার নতুন সেনা নিয়োগ দিয়েছেন এবং এর মধ্যে ৫২ হাজার স্বেচ্ছাসেবী সেনা যুদ্ধে যোগ দেয়ার জন্য প্রস্তুত রয়েছেন।

বৈঠকে আরও জানানো হয়, ৪ জুন থেকে ২১ জুনের মধ্যে ইউক্রেন ২৪৬টি ট্যাংক হারিয়েছে। এছাড়া ৫৯৫টি সাঁজোয়া যান, ৪২৪টি গাড়ি, ২৭৯টি আর্টিলারি গান এবং ৪২টি মাল্টিপল রকেট লঞ্চার হারিয়েছে। এর বাইরেও ২টি অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম, ১০টি কৌশলগত যুদ্ধবিমান, ৪টি হেলিকপ্টার এবং ২৪৬টি মনুষ্যবিহীন ড্রোন হারিয়েছে ইউক্রেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন