আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ায় ইউক্রেনের গোলাবর্ষণে শিশুসহ সাতজন আহত হয়েছেন। সোমবার (১৯ জুন) বেলগরোদ শহরে এই হামলা চালায় ইউক্রেন। খবর আল-জাজিরার।
প্রতিবেদনে বলা হয়, বেশ কিছুদিন ধরেই রাশিয়ার বিভিন্ন অঞ্চলে পাল্টা আক্রমণ চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এরই ধারাবাহিকতায় সোমবার স্থানীয় সময় ভোরে রাশিয়ার বেলগরোদ শহরে হামলা চালায় ইউক্রেন। এতে হতাহতের ঘটনা ঘটে।
বেলগরোদের আঞ্চলিক গভর্নর ভিচেস্ল্যাভ গ্ল্যাডকভ টেলিগ্রামে বলেন, বেলগরোদে ইউক্রেনীয় বাহিনী হামলা চালিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এই হামলায় শিশুসহ সাতজন আহত হয়েছেন।
তিনি আরও জানান, গোলাবর্ষণে অন্তত পাঁচটি আবাসিক ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউক্রেন।
অন্যদিকে ইউক্রেন কর্তৃপক্ষ জানিয়েছে, তারা জাপোরিঝিয়ার একটি শহর পুনরুদ্ধার করেছে। এ নিয়ে গত দুই সপ্তাহে রুশ বাহিনীর কাছ থেকে ৮টি শহর পুনরুদ্ধার করল ইউক্রেন।
ইউক্রেনীয় সেনারা বলছে, গ্রামগুলো ইউক্রেনের জাপোরিঝঝিয়ার দক্ষিণাঞ্চলীয় পিয়াতিখাতকিতে অবস্থিত। দক্ষিণে রাশিয়ার সবচেয়ে সুরক্ষিত ঘাঁটিগুলোতে যাওয়ার পথে এলাকাটির অবস্থান।