হোম আন্তর্জাতিক ইউক্রেনকে ভয়ংকর আব্রামস ট্যাংক দিল যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:

ইউক্রেনকে নিজেদের তৈরি আব্রামস ট্যাংক দিয়েছে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে ট্যাংকটি ইউক্রেনে পৌঁছাবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) ওয়াশিংটন ডিসিতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর বাইডেন আব্রামস ট্যাংক পাঠানোর ঘোষণা দেন। এ ছাড়া এ সময় ইউক্রেনের জন্য ৩২৫ মিলিয়ন মার্কিন ডলারের সামরিক সহায়তাও ঘোষণা করেন তিনি।

হোয়াইট হাউজে সাংবাদিকদের উদ্দেশে বাইডেন বলেন, ‘আগামী সপ্তাহে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের প্রথম আব্রামস ট্যাংক পাঠানো হবে।’

এ সময় তার সঙ্গে জেলেনস্কিও ছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর এ নিয়ে দ্বিতীয় যুক্তরাষ্ট্র সফর করলেন জেলেনস্কি।

আব্রামস ট্যাংকের বিশেষত্ব কী?

১৯৭৮ সালে জেনারেল ডায়নামিকস ল্যান্ড সিস্টেমস (জিডিএলএস) কোম্পানি প্রথম এম ওয়ান আব্রামস ট্যাংক তৈরি করে এবং ১৯৮০ সালে মার্কিন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। আব্রামস ট্যাংকে অধিক শক্তিশালী ও তুলনামূলক জটিলভাবে নির্মিত টারবাইন ইঞ্জিন ব্যবহার করা হয়। এতে ১৫০০ অশ্বক্ষমতার গ্যাস টারবাইন ইঞ্জিন রয়েছে। এ ছাড়াও ঘণ্টায় এর গতি ৬৭.৫ কিলোমিটার। এ ছাড়াও আব্রামস ট্যাংকের সর্বোচ্চ রেঞ্জ ১০০৫ কিলোমিটার। যুক্তরাষ্ট্রের এই ট্যাংকটি পরিচালনা করতে চারজন ড্রাইভার, একজন কমান্ডার, একজন লোডার ও একজন বিশেষ বন্দুকধারীর (গানার) প্রয়োজন হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন