হোম আন্তর্জাতিক ইউক্রেনকে বাদ দিয়েই যুদ্ধ বন্ধের চুক্তি, জেলেনস্কি বললেন, ‘মানি না’

ইউক্রেনকে বাদ দিয়েই যুদ্ধ বন্ধের চুক্তি, জেলেনস্কি বললেন, ‘মানি না’

কর্তৃক Editor
০ মন্তব্য 14 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
যুদ্ধ বন্ধ করতে ইউক্রেনকে বাদ দিয়ে কোনো শান্তি চুক্তি করা হলে তাতে কিয়েভ রাজি হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ বৃহস্পতিবার এই মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, সমঝোতা চুক্তিতে ইউরোপকে রাখতেই হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ওই সময় দুই নেতার মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়। এমনকি রাশিয়ার সঙ্গে আলোচনা করে শান্তি চুক্তিতে এগিয়েছে ট্রাম্প প্রশাসন। এমনটাই বলা হচ্ছে। কোনো কোনো প্রতিবেদন বলছে, চুক্তি এখন সময়ের ব্যাপার মাত্র।

গতকাল বুধবার এ দুই নেতার মধ্যে আবারও আলোচনা হয়েছে। তারা যুদ্ধ বন্ধে একমত হয়েছেন বলে জানা গেছে। এখন দ্রুতই এই সিদ্ধান্ত জানানো হতে পারে। যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে ইউক্রেন যুদ্ধ।

এমন সময়ে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে মন্তব্য করলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের নেতারা। তারা বলছেন, ইউক্রেন ও ইউরোপের দেশগুলোকে ছাড়া চুক্তি করা ঠিক হবে না। কিয়েভ এটি কখনোই মেনে নেবে না। সামরিক জোট ন্যাটোকে এতে রাখতেই হবে।

জেলেনস্কি বলেন, ইউক্রেনকে বাদ দিয়ে কোনো চুক্তি করা হলে তারা সেটি মেনে নেবে না। আমেরিকা ও রাশিয়ার মধ্যে আলোচনা হওয়া ঠিক আছে। কিন্তু এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো, সবকিছু যেন পুতিনের ইচ্ছা অনুযায়ী না হয়।

জেলেনস্কি বলেছেন, তিনি ট্রাম্পকে বলেছিলেন যে তার দেশের জন্য অগ্রাধিকার হলো ‘নিরাপত্তা গ্যারান্টি’, যা তিনি মার্কিন সমর্থন ছাড়া দেখতে পান না।

ন্যাটোর মহাসচিব মার্ক রুট বলেছেন, যুদ্ধ বন্ধের সমঝোতায় ইউক্রেনকে রাখতেই হবে। পুতিন যাতে ইউক্রেনের একটু মাটিও আকড়ে ধরতে না পারে।

এদিকে ইউরোপের নেতাদের এসব মন্তব্যের পর রুশ প্রশাসনও এর জবাব দিয়েছে। রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, এ নিয়ে মুখ খুলেছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেছেন, সমঝোতা আলোচনায় ইউক্রেনকে রাখা হবে। ইউক্রেনকে বাদ দিয়ে কিছু করা হবে না।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন