দেবহাটা প্রতিনিধি:
দেবহাটার নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বুধবার (১৫ নভেম্বর) বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নবাগত ইউএনও মো. আসাদুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান ক্ষমতাসীন দলের নেতারা।
এসময় দেবহাটা উপজেলা আ’লীগের উপদেষ্টা মারুফ হোসেন, মোনায়েম হোসেন, নজরুল ইসলাম, আব্দুর রউফ ও শরৎ চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফারুক হোসেন রতন ও আলী মোর্ত্তজা মো. আনোয়ারুল হক, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী মোল্যা, মনিরুল ইসলাম মনি ও আসাদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য রবিউল ইসলাম, কুলিয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক বিধান বর্মন, পারুলিয়া ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সখিপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি সরদার মো. আমজাদ হোসেন, নওয়াপাড়া ইউনিয়ন আ’লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু ও সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব আব্দুল্যাহ হীম, কেবিএ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাহি সহ আ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে নবাগত ইউএনও মো. আসাদুজ্জামানের সাথে মতবিনিময় করেন আ’লীগ নেতৃবৃন্দ।