হোম খেলাধুলা ইংল্যান্ড হারলেই ৪ কোটি টাকা পাবে বাংলাদেশ

ইংল্যান্ড হারলেই ৪ কোটি টাকা পাবে বাংলাদেশ

কর্তৃক Editor
০ মন্তব্য 17 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
আগামীকাল পাকিস্তানের করাচিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ইংল্যান্ড। এই ম্যাচে ইংল্যান্ড হারলে আর্থিকভাবে লাভবান হবে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে হেরে ইংলিশদের বিদায় নিশ্চিত হয়েছে আগেই। এখন আর পাওয়ার কিছু নেই।

অন্যদিকে সেমিফাইনাল নিশ্চিত করার জন্য দক্ষিণ আফ্রিকার জয় দরকার। যদি এই ম্যাচে ইংল্যান্ড হারে তাহলে দুই গ্রুপ মিলিয়ে তালিকার ছয়ে থাকবে বাংলাদেশ, সাতে পাকিস্তান ও সবশেষ অর্থাৎ আটে থাকবে ইংল্যান্ড।

এবার চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে ২৭ কোটি ২১ লাখ টাকার ওপরে (২২ লাখ ৪০ হাজার ডলার) পাবে। রানার্সআপ দল পাবে ১৩ কোটি ৬০ লাখ টাকার ওপরে (১১ লাখ ২০ হাজার ডলার)। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে ৬ কোটি ৮০ হাজার টাকার ওপরে। এরপরে পঞ্চম ও ষষ্ঠ স্থানে থাকা দল পাবে ৪ কোটি ২৫ লাখ টাকার ওপরে (৩ লাখ ৫০ হাজার ডলার)।

আর সপ্তম ও অষ্টম দল পাবে ১ কোটি ৭০ লাখ টাকার ওপরে (১ লাখ ৪০ হাজার ডলার)। এর বাইরে এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নেওয়ার জন্য প্রতিটি দল দেড় কোটি টাকার ওপরে পাবে (১ লাখ ২৫ হাজার ডলার)। সে হিসেবে অংশগ্রহণকারী দেশ হিসেবে বাংলাদেশ ইতিমধ্যে দেড় কোটি টাকা অর্জন করেছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন