হোম খেলাধুলা ইংল্যান্ডের ভয়ে কাঁপছে পাকিস্তান: পিটারসেন

খেলাধূলা ডেস্ক :

অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পাত্তাই পায়নি ভারত। দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলসের নৈপুণ্যে ১০ উইকেটের বড় জয় নিয়ে ফাইনালে পাড়ি দিয়েছে ইংলিশরা। দ্বিতীয় শিরোপার জয়ের পথে এবার তাদের প্রতিপক্ষ পাকিস্তান। ইংলিশদের প্রথম টি-টোয়েন্টি শিরোপা জয়ের নায়ক কেভিন পিটারসেনের দাবি, রোহিতদের বিপক্ষে বাটলারদের বিধ্বংসী রূপ দেখে লড়াইয়ে নামার আগেই ভয়ে কাঁপছে পাকিস্তান।

টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরের ফাইনালে আগামী রোববার (১৩ নভেম্বর) ইংল্যান্ডের মোকাবিলায় মাঠে নামবে পাকিস্তান। ৩০ বছর আগের ইতিহাস টেনে অনেকে বলছেন এবারের শিরোপা জিতবে বাবররা।

তবে সেমিফাইনালে ভারতকে যেভাবে তুলাধুনা করে জিতেছে ইংলিশরা, সে ধারাবাহিকতা বজায় থাকলে পাত্তা পাবে না পাকিস্তানও। ভারতের দেয়া ১৬৯ রান তাড়া করতে নেমে ৪ ওভার হাতে রেখে বিনা উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড। ওপেনার অ্যালেক্স হেলস ৪৭ বলে ৮৬ আর জস বাটলার অপরাজিত থাকেন ৪৯ বলে ৮০ রান করে।

বাটলারদের এমন বিধ্বংসী রূপ পাকিস্তানের মনে ভয় ধরিয়ে দিয়েছে বলে মনে করেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার কেভিন পিটারসেন। তিনি বলেন, ‘দারুণ একটি দলের বিপক্ষে সেমিফাইনালে কী দুর্দান্ত পারফরম্যান্স। এমন উড়ন্ত ইংল্যান্ডকে দেখে নিশ্চয়ই ভয়ে কাঁপছে পাকিস্তান।’

২০১০ সালে ইংল্যান্ড প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল কেভিন পিটারসেনের হাত ধরে। সে দলে তার সঙ্গী ছিলেন রবি বোপারা। বিবিসি রেডিও’র ধারাভাষ্যে বোপারা পিটারসেনের সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘ দুর্দান্ত পারফরম্যান্স ইংল্যান্ডের। তারা ক্রিজে এসেই মারা শুরু করে। টি-টোয়েন্টি ক্রিকেটের মান নির্ধারণ করে দিচ্ছে তারা। শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, ঘরোয়া ক্রিকেটেও তারা এমন আক্রমণাত্মক।’

বোপারা যোগ করেন, ‘ তারা প্রথম ৬ ওভারে ৪৫ রান নয়, ৬০-৭০ রান সংগ্রহ করার চেষ্টা করে। ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ব্যাটাররা যা করেছে, তা পাকিস্তানি বোলারদের জন্য দুশ্চিন্তার কারণ। শাহিনরা অবশ্য নিজেদের মতো করে প্রতিহত করার চেষ্টা করবে।’

সম্পর্কিত পোস্ট

মতামত দিন