স্পোর্টস ডেস্ক:
ব্রেন্ডন ম্যাককলাম যমানায় বাজবল স্টাইলে খেলছে ইংল্যান্ড। কিন্তু বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) হায়দরাবাদে বেন স্টোকসদের পরিবর্তে আসল বাজবল স্টাইলে খেলল দ্রাবিড়ের ভারত। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ইংল্যান্ডকে ২৪৬ রানে অলআউট করে ৫.১৭ রানরেটে ১১৯ রান করেছে টিম ইন্ডিয়া। ইংল্যান্ড প্রথম ইনিংসে রান তুলেছে ৩.৮৪ রেটে।
হায়দরাবাদের রাজিব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ইনিংসে খেলতে নেমেই মার শুরু করেন ভারতের যশ্বসী জয়সওয়াল। পরে তাকে সঙ্গ দেন রোহিত শর্মাও। জ্যাক লিচের বলে শর্মা আউট হন ২৭ বলে ২৪ রান করে। শুরু থেকে মারের পসরা সাজানো জয়সওয়াল প্রথম দিনের খেলা শেষে অপরাজিত রয়েছেন ৭৬ রানে। ৭০ বলের ইনিংসে ৯টি চার ও ৩টি ছয় হাঁকিয়েছেন তিনি। ওয়ানডাউনে নামা শুভমান গিল অবশ্য খেলেছেন টেস্ট মেজাজেই। ৪৩ বলে ১৪ রান করে অপরাজিত তিনি। ভারত পিছিয়ে আছে ১২৭ রানে।
এর আগে ইংল্যান্ডও ম্যাচটা শুরু করে বাজবল স্টাইলে। ১১ ওভারের মধ্যেই অর্ধশত রান তুলে নেয় জ্যাক ক্রলি ও বেন ডাকেটের ওপেনিং জুটি। ইংল্যান্ডের দলীয় ৫৫ রানে বেন ডাকেটকে ফিরিয়ে অশ্বিন ভারতকে ব্রেকথ্রু এনে দিলে ৫ রানের মাথায় আরও দুই উইকেট পড়ে যায় সফরকারী দলের। ব্যক্তিগত ১ রানে অলি পোপ ও ২০ রানে আউট হন ক্রলি। ক্রলি ও ডাকেটের উইকেট নেন অশ্বিন, জাদেজার শিকার হন পোপ।
৩ উইকেট হারানোর ধাক্কা ইংল্যান্ড সামাল দেয় জো রুট ও জনি বেয়ারস্টোর জুটিতে। চতুর্থ উইকেটে ৬১ রানের জুটি গড়ে বিদায় নেন বেয়ারস্টো। ৫৮ বলে ৩৭ রান করেন তিনি। স্কোরবোর্ডে আর ৫ রান যোগ হওয়ার পর বিদায় নেন রুট, ৬০ বলে তিনি করেন ২৯ রান।
পরের ধাপে কেবল বেন স্টোকসই। ৬ নম্বর পজিশনে নামা স্টোকস খেলেছেন শেষ বল পর্যন্ত। ৭০ রানের যাত্রায় তাকে বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলে, মার্ক উড ও জ্যাক লিচ সঙ্গ দেন। হার্টলে ২৩, রেহান ১৩, উড ১১ ও ফোকস ৪ রান করেন। ৮৮ বলের ইনিংসে ৬টি চার ও ৩টি ছয় হাঁকান স্টোকস।
স্পিনবান্ধন পিচের ফায়দু লুটে ভারতের স্পিনাররা নেন ৮ উইকেট। ৩টি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। ২টি করে উইকেট পান অক্ষর প্যাটেল ও জাসপ্রিত বুমরাহ। জাদেজা ১৮ ওভারে দিয়েছেন ৮৮ রান। তার ইকোনমি রেট ৪.৯০, টেস্টে দেশের মাটিতে অন্তত দুই ওভার বল করেছেন, এমন ইনিংসে এটা জাদেজার সবচেয়ে ব্যয়বহুল ইকোনমি রেটের নজির।