নিউজ ডেস্ক:
ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যেসব বিচারক ভূমিকা পালন করেছেন, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
বুধবার (৯ জুলাই) দুপুরে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
মাহবুব উদ্দিন খোকন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে যেসব বিচারক ভূমিকা পালন করেছেন, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে তালিকা প্রকাশ করুন। সরকার ও প্রধান বিচারপতি চাইলে দায়ী বিচারকদের চিহ্নিত করা সময়ের ব্যাপারমাত্র।’
তিনি আরও বলেন, ‘হাইকোর্টের স্থায়ী বেঞ্চ ঢাকার বাইরে প্রতিষ্ঠা করতে হলে অষ্টম সংশোধনী মামলার রিভিউ করতে হবে।’
খোকন বলেন, ‘বিচারক নিয়োগ অধ্যাদেশ সংশোধন করা উচিত। কারণ, বিচারক নিয়োগ কমিটিতে আইনজীবী প্রতিনিধি রাখা হয়নি। আইনজীবী প্রতিনিধি রাখা না হলেও অধস্তন আদালতের বিচারকদের প্রতিনিধি রাখা হয়েছে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘দেশে মব চলছে এ অবস্থায় বারের ভোট করতে চাই না।’