হোম রাজনীতি আ.লীগ প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুলকে শোকজ

রাজনীতি ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুলকে গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) কয়েকশ নেতাকর্মী নিয়ে দেবীদ্বার পৌর সদরে নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে একটি শোডাউন করতে দেখা যায়।

এ ঘটনায় রাজী মোহাম্মদ ফখরুলকে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। আগামীকাল রোববার (৩ ডিসেম্বর) কমিটি কুমিল্লা যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতে সশরীরে হাজির হয়ে কারণ দর্শাতে বলেছেন কুমিল্লা যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মো. ইমাম হাসান।

নোটিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরবেলা কুমিল্লা দেবীদ্বার উপজেলার বনকোট ফখরুল মুন্সী বাড়ির রাজী মোহাম্মদ ফখরুল কয়েকশ নেতাকর্মী নিয়ে দেবীদ্বার পৌর সদরে শোডাউন, নিজের গাড়ির ছাদ খুলে দাঁড়িয়ে হাত নেড়ে নেতাকর্মীদের অভ্যর্থনা ও নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। এ সময় শোডাউনে কয়েকশ মোটরসাইকেলের বহর ছিল। এতে রাস্তার যান চলাচলে বাধা সৃষ্টি করে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন