রাজনীতি ডেস্ক :
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক চলছে। শুক্রবার (২৮ অক্টোবর) বিকেল পৌনে ৫টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন দলের সভাপতি শেখ হাসিনা।
এ বৈঠকে আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের দিনক্ষণ নির্ধারণ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণসহ যেসব সহযোগী সংগঠনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদেরও সম্মেলনের তারিখ ঘোষণা হতে পারে। এ ছাড়া নভেম্বর ও ডিসেম্বর জাতীয় দিবস পালনের বিষয়ের পাশাপাশি বিএনপির সভা-সমাবেশের নামে নৈরাজ্য প্রতিরোধে দলীয় নির্দেশনা আসতে পারে বৈঠক থেকে।
বৈঠকে যোগ দিতে বিকেল সাড়ে তিনটায় গণভবনে প্রবেশ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফরুল্লাহ, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ ও বাহাউদ্দীন নাছিমসহ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্যরা।
