নিজস্ব প্রতিনিধি :
আজ সকালে আইনজীবী সমিতির ভবনে সমিতির সভাপতি এ্যাডঃ এম, শাহ আলমের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত করেন এ্যাডঃ বাসারাতুল্যাহ আওরঙ্গী বাবলা ও গীতাপাঠ করেন এ্যাডঃ পঙ্কজ কুমার সরকার । সাধারণ সম্পাদক এ্যাডঃ তোজাম্মেল হোসেন তোজাম এর পরিচালনায় বক্তব্য রাখেন এ্যাডঃ আবুবকর সিদ্দিক , পিপি এ্যাডঃ আবদুল লতিফ , জিপি এ্যাডঃ শম্ভু নাথ সিংহ , এ্যাডঃ সরদার আমজাদ হোসেন , এ্যাডঃ আজহারুল ইসলাম , এ্যাডঃ শেখ আব্দুস সাওার , এ্যাডঃ আশরাফুল আলম , এ্যাডঃ শেখ মিজানুর রহমান এ্যাডঃ মোস্তফা জামান সহ ১৭ জন আইনজীবী। সভায় আয় থেকে স্টাফ বেতন দেওয়া সহ শুধু মাত্র অতি জরুরী খরচ করা হবে। চলমান ভার্চুয়াল কোর্ট চলবে। আগামীতে সামাজিক সুরক্ষা ও সামাজিক দূরত্ব বজায় রেখে অধিকাংশ ফৌজদারী ও দেওয়ানী আইনজীবী যাহাতে প্রাকটিস করতে পারে তেমন কিছু সুপারিশ ও প্রস্তাব সরকারের কাছে পাঠানোর সিদ্ধান্ত হয়। আগামীতে শুক্রবার ও শনিবার কোন আইনজীবী ও মোহরার ওকালত নামায় স্বাক্ষর করাতে পারবে না এবং কোট গারদে যেতে পারবে না বলে সিদ্ধান্ত হয়। চেকের মামলা ভারচুয়াল কোর্টে ফাইলিং করা যাবে বলে জানানো হয়। রংপুর আইনজীবী সমিতির সদস্য খুন হওয়ায় তার স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়। সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সদস্য এ্যাডঃ শেখ আবু সাইদ রাজা অপহরণ হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয় এবং অপহরণের সাথে জড়িত দের গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী জানানো হয়। সামাজিক সুরক্ষা ও সামাজিক দূরত্ব বজায় রেখে শান্তি পূর্ণ পরিবেশে এই মিটিং অনুষ্ঠিত হয়।