হোম আন্তর্জাতিক আয়ার‌ল্যান্ডে পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণহানি ৯

আন্তর্জাতিক ডেস্ক :

আয়ারল্যান্ডের একটি পেট্রোল পাম্পে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও ৮ জন। কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে কাউন্টি ডোনেগালের ক্রিসলো গ্রামে আপেলগ্রিন পেট্রোল স্টেশন নামে একটি পাম্পে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার (৮ অক্টোবর) পুলিশ জানায়, বিস্ফোরণে এ পর্যন্ত ৯ জনের প্রাণহানি হয়েছেন। আহত আটজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিস্ফোরণের ঘটনার একাধিক ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, বিস্ফোরণে পেট্রোল স্টেশনের ওপরে অবস্থিত একটি আবাসিক ইউনিটের দেয়াল উড়ে গেছে, ছাদের একাংশ ধসে পড়েছে এবং স্টেশনটির সামনের অংশে একাধিক গাড়ি পার্ক করে রাখা জায়গায় ধ্বংসস্তূপ ছড়িয়ে-ছিটিয়ে আছে।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধারের কাজ অব্যাহত রয়েছে। ফায়ার অ্যাম্বুলেন্স সার্ভিস, কোস্টগার্ড এবং উত্তর আয়ারল্যান্ডের এয়ার অ্যাম্বুলেন্সের পাশাপাশি যুক্তরাজ্য পরিচালিত প্রদেশের একটি বিশেষজ্ঞ দলও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, ‘বিশাল বিস্ফোরণের’ শব্দ কয়েক মাইল দূর থেকেও শোনা গেছে। বিস্ফোরণের কয়েক ঘণ্টা পরও ভবনের নিচে লোকজন আটকা পড়েছিলেন। তাদের কেউ কেউ নিজেরাই জরুরি বিভাগের সঙ্গে যোগাযাগ করেন। তিনি আরও জানান, ওই পেট্রোল পাম্পের কাছে গ্রামের একমাত্র সুপারশপ, একটি ডাকঘর ও একটি সেলুন দোকানও রয়েছে। শুক্রবার স্কুল ছুটির পর এলাকাটি বেশ ব্যস্ত থাকে।

আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিন বলেছেন, যারা বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন, তাদের জন্য প্রার্থনা। এক বিবৃতিতে তিনি একে ‘অত্যন্ত বেদনাদায়ক’ পরিস্থিতি বর্ণনা করেছেন। এছাড়া রাতভর কর্মরত জরুরি পরিষেবা সদস্যদের ধন্যবাদ জানান তিনি।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন