হোম অর্থ ও বাণিজ্য আয়কর রিটার্ন দাখিলের সময় আরো বাড়ল

আয়কর রিটার্ন দাখিলের সময় আরো বাড়ল

কর্তৃক Editor
০ মন্তব্য 10 ভিউজ

অনলাইন ডেস্ক:
ব্যক্তি শ্রেণির করদাতাদের ২০২৪-২৫ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় আরো এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি পর্যন্ত এ রিটার্ন জমা দেওয়া যাবে, এতদিন যা ছিল ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। এছাড়া কোম্পানি শ্রেণির করদাতাগণ ২০২৫ সালের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন।

মঙ্গলবার এ সিদ্ধান্ত জানিয়েছে এনবিআর। এ ব্যাপারে পৃথক দুটি আদেশ জারি করা হয়েছে। এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সবকিছু বিবেচনা করে করদাতাদের সুবিধার্থে ব্যক্তিশ্রেণির ও কোম্পানির সব করদাতার অনলাইনে ই-রিটার্ন ও অফলাইনে কাগজের রিটার্ন দাখিল উভয় ক্ষেত্রে আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে আজ এনবিআর থেকে একটি আদেশ জারি করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন