সংকল্প ডেস্ক:
আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসায় তিন শতাধিক শিক্ষার্থীর মধ্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১ জানুয়ারি) সকালে আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এই বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়। এসময় আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার ৫৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৩২০ জন শিক্ষার্থীর মাঝে বই বিতরন করা হয়। নতুন বছরের প্রথম দিনেই নতুন বই পাওয়ায় শিক্ষার্থীদের উচ্ছাস ছিল চোখে পড়ার মতো।
উক্ত বই বিতরণ উৎসবে আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশন এতিমখানা কাম লিল্লাহ বোর্ডিং এর সভাপতি আব্দুর রব ওয়ার্ছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার সম্পাদক আজিজুল হক, সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার উপ-অধ্যক্ষ মাওঃ আব্দুল মান্নান, আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার ক্যাশিয়ার মুহাঃ আবু দাউদ সহ আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ।