হোম জাতীয় আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ে ‘হাল্ট প্রাইজ’ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

কর্তৃক Editor
০ মন্তব্য 126 ভিউজ

জাতীয় ডেস্ক:

রাজধানীর আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘হাল্ট প্রাইজ’-এর বিশ্ববিদ্যালয় ভিত্তিক রাউন্ডের ফাইনাল।

রোববার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার ফাইল রাউন্ড অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়টির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মাহাবুবুর রহমান, স্কুল অব বিজনেস প্রধান প্রফেসর ডক্টর ওয়াহিদুজ্জামান খান ও অন্যান্যরা।

প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়টির মোট ১০৮টি দল অংশ নেয়। সেখান থেকে ছয়টি দল চূড়ান্ত পর্বে সুযোগ পায়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো তাদের প্রোজেক্ট তুলে ধরে। বিচারকদের রায়ে প্রথম স্থান অর্জন করে টিম ‘সবজি ভাই’। এবার তাদের লক্ষ্য জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রতিনিধিত্ব করা। আর দ্বিতীয় স্থান অর্জন করে টিম ‘ট্রাস টু ট্রেজার’।

প্রথম স্থান অর্জনকারী টিম ‘সবজি ভাই’ এর দলনেতা বলেন, আমরা এমন একটি মোবাইল অ্যাপস তৈরি করেছি যার মাধ্যমে তাজা সবজি খুব সহজে হোম ডেলিভারি করা সম্ভব এবং ক্রেতারা ঘরে বসে মুহূর্তেই পণ্য হাতে পাবেন। আমাদের এই প্রজেক্ট তৃতীয় বিশ্বের সব দেশের জন্য বাস্তবসম্মত হবে।

এছাড়া আগামী প্রতিযোগিতায় শক্তভাবে ফিরে আসার আশা প্রকাশ করেন দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী দল।

সুষ্ঠুভাবে প্রতিযোগিতা অনুষ্ঠানে শেষ করতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন আয়োজকরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন