নিজস্ব প্রতিনিধি :
সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক ইয়ারব হোসেনকে দেখতে যান সাতক্ষীরা পুলিশ সুপারের প্রতিনিধি ও তার সহকর্মি কয়েক জন সাংবাদিক বৃন্দ। মঙ্গলবার বিকালে অসুস্থ সাংবাদিক ইয়ারব হোসেনকে দেখতে সাতক্ষীরা সদর উপজেলার তুজলপুর তার নিজ গ্রামে কয়েক জন সংবাদকর্মি ।
প্রায় একই সময়ে পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের প্রতিনিধি বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান ফল মূল নিয়ে ইয়ারবের বাড়িতে পৌঁছান। পুলিশ সুপার মোবাইল ফোনে ইয়ারব এর সাথে কথা বলে তার সার্বিক খোঁজ খবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় সাংবাদিকদের মধ্যে RTV-এর নিজস্ব প্রতিনিধি ও সংকল্প নিউজের সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী,সিনিয়র সাংবাদিক সেলিম রেজা মুকুল,বাংলা ভিশন টিভির সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক ইয়ারব হোসেনের শারীরিক খোঁজ খবর নেন ও দ্রুত সুস্থতা কামনা করেন।