হোম অন্যান্যসারাদেশ আহত জুয়েলের চিকিৎসায় ভোলা জেলা নাগরিক ফোরাম

আহত জুয়েলের চিকিৎসায় ভোলা জেলা নাগরিক ফোরাম

কর্তৃক Editor
০ মন্তব্য 73 ভিউজ
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ 
ভোলা জেলার জনতা’ আমরা সবাই একতা’ এই শ্লোগানকে সামনে রেখে মানবিক সেবামুলক কার্যক্রমের অংশ হিসেবে ভোলার চরফ্যাশন জনতা বাজার ডিগ্রি কলেজের স্নাতক ১ম বর্ষের ছাত্র জুয়েলের চিকিৎসার সার্বিক খোজখবর নিয়ে তার হাতে তুলে দেন আর্থিক সহায়ত দেয়া হয়।
গতকাল শুক্রবার ভোলা জেলা নাগরিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজি মোক্তার হোসেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চরফ্যাশনে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় আহত হতদরিদ্র জুয়েল (২২) দেখতে গিয়ে মানবিক সংগঠন ভোলা জেলা নাগরিক ফোরামের পক্ষ থেকে তাৎক্ষনিক নগদ ১০ হাজার টাকা অনুদান তুলে দেন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি মেহেদি হাসান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক সাকিবুল ইসলাম সজীব।
গত ২৯ সেপ্টেন্বর দুপুর ১২টায় চরফ্যাশন থেকে দ্রুতগামী তৈলের ট্যাংকার ও যাত্রীবাহী বোরাকের মুখোমুখী সংঘর্ষে ৮জন যাত্রীর মধ্যে ২জন নিহত হয়।কলেজ ছাত্র জুয়েল গুরুতর আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।আহত জুয়েল টাকার অভাবে চিকিৎসা করাতে পাছেনা। হতদরিদ্র পিতা রুহুল আমিন বিশ্বাস ছেলের চিকিৎসার জন্য বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন করেছেন। দরিদ্রপরিবারের পক্ষে সন্ভব নয়  ছেলের চিকিৎসা চালানোর।
ভোলা জেলা নাগরিক কমিটির (দক্ষিণ)এর সভাপতি এম আবু সিদ্দিক কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজি মোকতার হোসেনকে অবহিত করলে জুয়েলের পাশে আর্থিক সহায়তা নিয়ে তার পাশে দাড়ান।
ভোলা জেলা নাগরিক ফোরামের কেন্দ্রীয় কমিটির হাজি মোকতার হোসেন জানান জুয়েল এখন অনেকটা সুস্হ হওয়ার পথে নিজে নিজে দাড়ানোর চেস্টা করছে। উন্নত চিকিৎসা পেলে সে দ্রুত সুস্থ্য হয়ে অচিরেই আবারও স্বাভাবিকভাবে  হাটতে পারবে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন