হোম বিনোদন আশা ভোঁসলের মৃত্যুর গুজব, চটেছেন ছেলে আনন্দ

আশা ভোঁসলের মৃত্যুর গুজব, চটেছেন ছেলে আনন্দ

কর্তৃক Editor
০ মন্তব্য 49 ভিউজ

বিনোদন ডেস্ক:
ভারতের কিংবদন্তী, বর্ষীয়ান গায়িকা আশা ভোঁসলে মারা গেছেন, এমন খবর স্বাভাবিকভাবে হতবাক করে দিয়েছে তার ভক্তদের। এতে অনুরাগীদের মাঝে মুহূর্তেই শোকের ছায়া নেমে আসে। চোখ ভিজে ওঠে কোটি ভক্তের। তবে বাস্তবতা বলছে অন্য কথা। গুণী এ সংগীতশিল্পীর মৃত্যুর খবরটি সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন তার ছেলে আনন্দ ভোঁসলে।

টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, বৃহস্পতিবার (১০ জুলাই) এ গায়িকার মালা পরানো একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ছবিটি ছড়িয়ে দিয়ে দাবি করা হয়, বিখ্যাত গায়িকা আশা ভোঁসলে আর নেই। একটি সংগীত যুগের অবসান। ওই পোস্টে আরও দাবি করা হয়েছে ১ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। যদিও পরবর্তীতে পোস্টটি মুছেও দেওয়া হয়।

আর যা দেখে রীতিমতো বিচলিত হয়ে পড়েন কিংবদন্তী এই গায়িকার অনুরাগীরা। শেষ পর্যন্ত পরিস্থিতি এমন অবস্থায় পৌঁছেছে যে, ভীষণ বিরক্ত হয়ে জবাব দিতে নেমেছেন শিল্পী আশা ভোঁসলের পুত্র আনন্দ ভোঁসলে। সেই খবরের প্রতিক্রিয়া জানিয়ে ছেলে আনন্দ ভোঁসলে ভারতীয় গণমাধ্যমে বলেছেন, ‘এটা ভুয়া খবর।’

গত মাসে একাধিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন আশা। রেখার ১৯৮১ সালের ছবি ‘উমরাও জান’-এর প্রিমিয়ারেও উপস্থিত ছিলেন। এছাড়াও, ২৭ জুন রাহুল দেব বর্মনের ৮৫তম জন্মবার্ষিকী উদযাপনেও আশা ভোঁসলেকে দেখা গেছে। কিংবদন্তী শিল্পীর হারমোনিয়াম, ছবি এবং অসংখ্য পুরস্কার এবং পদকে সাজানো আসরে প্রয়াত স্বামীকে শ্রদ্ধাঞ্জলি জানাতে দেখা গেছে প্রবীণ এ সংগীতশিল্পীকে।

এ দিন প্রিয় পঞ্চমের স্মৃতিচারণা করে তিনি বলেন, তার সুরে সুর মেলাতে আমার কখনো কোনো অসুবিধা হয়নি। রেকর্ডিংয়ের সময় আমি কোনোদিন সমস্যার মুখোমুখি হইনি। পঞ্চমের তৈরি করা গান খুব সহজেই গাইতাম আমি।

উল্লেখ্য, হিন্দি সিনেমার সবচেয়ে সফল গায়িকাদের মধ্যে একজন আশা ভোঁসলে। আট দশকেরও বেশি সময় ধরে চলা তার কর্মজীবনে তিনি একাধিক ভারতীয় ভাষায় সিনেমা এবং অ্যালবামের জন্য গান রেকর্ড করেছেন এবং পুরস্কারও পেয়েছেন। তাকে দাদাসাহেব ফালকে পুরস্কারেও সম্মানিত করা হয়।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন