আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :
আশাশুনি সদর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সম সেলিম রেজা মিলনের নির্বাচনী কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বাসীর আয়োজনে নাটানা বারনী মাঠে আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী কর্মীসমাবেশ অনুষ্ঠিত হয়। আ’লীগ নেতা কল্যান মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক সম সেলিম রেজা মিলন।
প্রধান অতিথি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, আপনাদের পবিত্র আমানত বিপুল পরিমানে আমাকে নির্বাচিত করে মহান সেবার দায়িত্বভার তুলে দিয়েছিলেন। আমি সে দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছি। কাজ করলে ভুল হয় ,মানুষ মাত্রই ভুল করে আমিও হয়তো চলার পথে ভুলত্রæটি করতে পারি। আপনাদের সস্তান মনে করে ক্ষমা করে আগামী ইউপি নির্বাচনে পুনরায় নির্বাচিত করে সদর ইউনিয়নকে মাদক ,সন্ত্রাস ,চাঁদাবাজি ,লাঠিয়াল মুক্ত মডেল ইউনিয়ন গড়ার সুযোগ দেওয়ার আহবান জানান।
উপজেলা যুবলীগ নেতা সাংবাদিক এমএম সাহেব আলী ও সমাজ সেবক আছাদুল হকের পরিচালনায় কর্মীসমাবেশে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক দীপংকার মল্লিক . ইউনিয়ন আ’লীগ নেতা সন্তোষ গোলদার, আব্দুল মজিদ, ভোলানাথ মল্লিক. বিমল মল্লিক, সুকুমার মন্ডল, বিরিঞ্চি মল্লিক, পরিতোষ গোলদার, কেশব মল্লিক, পরিমল গোলদার, বিশ্বজিৎ মল্লিক, দীপক মল্লিক, আব্দুল হক, সুভাষ মন্ডল ,রবিন কুমার সানা, তুলসী, ইউপি সদস্য সন্তোষ কুমার মন্ডল, মিজানুর রহমান, উপজেলা যুবলীগনেতা আহসান উল্লাহ আছু, আনিছুর রহমান, আছাদুজ্জামান খোকন, পরেশ অধিকারী, আকতারুজ্জামান আক্তার, উপজেলা ছাত্রলীগ সভাপতি আসমাউল হুসাইন, স্বেচ্ছাসেকবলীগ নেতা বাবুল আক্তার, রজব আলী, সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি তৈবার রহমান, সাধারন সম্পাদক গোপাল কুমার মন্ডল, সদস্য উজ্জ্বল হোসেন, শহীদুল ইসলাম, ছাত্রলীগ নেতা শাহারুল, আলামিন,সমাজ সেবক আঃ মজিদ প্রমুখ।
s