আশাশুনি প্রতিনিধি :
আশাশুনিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের উপ-সচিব উম্মে হাবিবা। গতকাল দুপুরে বুধহাটা ইউনিয়নে বিভিন্ন অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে তিনি ক্যাম্পে আগত অভিভাবকদের তাদের শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আগ্রহ দেখে সন্তোষ প্রকাশ করেন।
এর আগে সকালে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। এরপর তিনি বুধহাটা ইউনিয়নের ৩টি অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে আশাশুনি উপজেলার ৯৯টি ওয়ার্ডের ২৬৪টি অস্থায়ী ক্যাম্পে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে। ক্যাম্পেইনে ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৩শ ২৫ জন শিশু এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ২৮ হাজার ৬শ ৪৮ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।