হোম খুলনাসাতক্ষীরা আশাশুনি ভাঙ্গন পরর্বতী দূর্গত এলাকার জনগনের ভাগ্য উন্নয়নে মতবিনিমিয় সভা

আশাশুনি ভাঙ্গন পরর্বতী দূর্গত এলাকার জনগনের ভাগ্য উন্নয়নে মতবিনিমিয় সভা

কর্তৃক Editor
০ মন্তব্য 9 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

জলবায়ু অধিপরামর্শ ফোরাম ও সাতক্ষীরা নাগরিক কমিটির যৌথ উদ্যোগে অদ্য ৭ এপ্রিল ২০২৫ তারিখে আশাশুনি উপজেলা প্রেসক্লাবে এক মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জি এম আল ফারুক সভাপতি আশাশুনি উপজেলা প্রেসক্লাব। নদী ভাঙ্গন পরিদর্শনে দৃশ্য বর্ননা করনে জলবায়ু অধিপরামর্শ ফোরাম ও সাতক্ষীরা নাগরিক কমিটির সদস্যবৃন্দ। তারা বলেন আশাশুনি বছিট ভাঙ্গন কবলিত এলাকার ও জনগনের সাথে কথা বলে তারা জানতে পারেন যে, সেখানকার জনজীবন চরম দূর্ভোগের মধ্যে রয়েছে। এখানে খাবার পানির তীব্র সংকট রয়েছে, মানুষ বেড়ীবাঁধ এর উপর বসবাস করছে। তাদের খাবার ও পানির কোনো নিশ্চয়তা নাই। রাস্তার উপর ছোট্ট জায়গায় বসবাস করায় রাঁন্না করার জায়গার সংকট বিশেষ করে নারীরা টয়লটে যেতে পারছে না। নদীর লবন পানি এলাকায় প্রবেশ করায় স্বাদু পানির মাছ মরে গেছে এবং এলাকায় মরা মাছের গন্ধে একটা অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। কৃষি ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। বিস্তৃত মাঠের ধানক্ষেত যেন আগুনে ঝলসানো ভূমির মত পড়ে আছে। সবমিলিয়ে একটা নাজুক পরিস্থিতির মধ্যে আশাশুনি উপজেলা জলের ভাঙ্গন কবলিত বছিট এলাকা মানুষ বসবাস করছে।

সভার বিশেষ অতিথি মাধব চন্দ্র দত্ত বলেন, “টেকসই বেড়ীবাঁধ না থাকায় এলাকাটিতে প্রতি বছর নদী ভাঙ্গনের ফলে বাড়ী-ঘর, রাস্তা-ঘাট, ফসল, মাছ এবং সুপেয় পানি মারাত্মকভাবে ক্ষতির শিকার হচ্ছে, তাই এলাকাবাসীর প্রানের দাবী টেকসই বেড়ীবাঁধ।”

অনুষ্ঠানে জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব জনাব, আলীনুর খান বাদল বলেন, প্রাথমিক ঝুঁকি মোকাবেলায় পানি উন্নয়ন র্বোড বাংলাদেশ সেনাবাহিনী যৌথ ভাবে কাজ করলেও টেকসই বেড়ীবাঁধ ছাড়া ঝুঁকি কাটিয়ে ওঠা সম্ভব হবে না বলে এলাকাবাসী মনে করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রফেসর আব্দুল হামিদ, অধ্যক্ষ, সাতক্ষীরা সরকারি কলেজ, এ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেল্লাল, আহবায়ক জেলা নাগরিক কমিটি, রাবিদ মাহামুদ চঞ্চল, সভাপতি রিপোর্টাস ক্লাব, জি এম মুজিবর রহমান, লিংকন আসলাম, বি এস আলাউদ্দনি, আকাশ হোসেন, শেখ আরাফাত, এসএম শহীদুল ইসলাম, সমীর রায় ও এস এম আহসান হাবিব।

আরো উপস্থিত ছিলেন অসিত মন্ডল, টিম লিডার, লিডার্স, স্বপন ফলিয়া এ্যাডভোকেসি অফিসার, লিডার্স সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন