আশাশুনি প্রতিনিধি :
আশাশুনি বড়দল ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের জরুরী সাধারন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে মহিলা মার্কেট সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংগঠনকে আরও সু-সংগঠিত করার লক্ষ্যে এ সাধারন সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তেলোয়াত, গীতা ও বাইবেল পাঠের মধ্যে দিয়ে সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লিয়াকত আলী।
বীরমুক্তিযোদ্ধা ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি লিয়াকত আলী সভাপতিত্বে সাংবাদিক আহাদুল্লার পরিচালনায় জরুরী সাধারন সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা আ’লীগ নেতা মাষ্টার আব্দুল ওহাব, উপজেলা আ’লীগের কাউন্সিলার সাংবাদিক এম,এম সাহেব আলী, ৭নং ওয়ার্ড আ’লীগের সভাপতি রুহুল কুদ্দুস, সামিয়েল মাখাল, সাধারন সম্পাদক মুজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক মফিজুল ইসলাম, আওয়ামীলীগ নেতা, হাজী আক্তারুজ্জামান ঢালী, আশরাফুল আলম বিপ্লব, আব্দুস সবুর সানা, মহিলা বিষয়ক সম্পাদিকা মরিয়াম বেগম, বড়দল ইউনিয়ন আওয়ামী বাস্তুহারা লীগের সভাপতি আবুল হোসেন রাজু সহ ওয়ার্ড আ’লীগের নেতাকর্মী বৃন্দ।
সভায় বক্তারা বলেন ইউপি নির্বাচন নিয়ে সকলেই ব্যস্ত সময় পার করেছেন। সংগঠনের দিকে ফিরে তাকানোর সময় ছিল না। ফলে নেতাকর্মীরা দ্বিধা বিভক্ত হয়ে গেছে। সকল দ্বিধাদন্দ ভুলে ঐক্যবদ্ধ হয়ে দলকে সুশক্তিশালী করে বর্তমান সরকারের হাতকে শক্তিশালী করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্থ করতে গভীর ষড়যন্ত্র ও চক্র চলছে। সকল ষড়যন্ত্র রুখে দিয়ে উন্নয়নের গতিধারাকে অব্যহত রাখতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।